Apan Desh | আপন দেশ

‘১৯৭৩ এর মতো ডাকসুকে বানচালের ষড়যন্ত্র চলছে’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:২৬, ৩ সেপ্টেম্বর ২০২৫

‘১৯৭৩ এর মতো ডাকসুকে বানচালের ষড়যন্ত্র চলছে’

ছবি: আপন দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ঘিরে বিশেষ গোষ্ঠীকে সুবিধা দেয়ার পাঁয়তারা চলছে। এ অভিযোগ করেছেন বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের ভিপিপ্রার্থী আবদুল কাদের।

বুধবার (০৩ সেপ্টেম্বর) গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এমন মন্তব্য করেন।

কাদের বলেন, ১৯৭৩ সালের নির্বাচনের মতো এবারো বিশেষ গোষ্ঠী ডাকসুকে বানচালের ষড়যন্ত্র করছে। নির্বাচন বহাল রেখে আদালতের রায়ে শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে। আমরা রায়কে সাধুবাদ জানাই।

আরও পড়ুন>>>>নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে: দুদু

তিনি ভোটের আগে-পরে ছুটির বিষয়ে বলেন, ভোটের আগে ও পরে ৯ দিনের ছুটি ঘোষণার মধ্যে দূরভিসন্ধি আছে। এটা বিশেষ গোষ্ঠীকে সুবিধা দেয়ার পাঁয়তারা।
 
এ সময় বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের জিএসপ্রার্থী আবু বাকের মজুমদার বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন চায় না শিক্ষার্থীরা সুষ্ঠুভাবে ভোট দিক। এ কারণেই ভোটকেন্দ্র হল থেকে অনেক দূরে দিয়েছে। এগুলো পুনর্বিন্যাসের দাবি জানান তিনি।

আপন দেশ/এমবি
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়