
ছবি: আপন দেশ
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শহীদ মুখতার ইলাহী হলের ডাইনিংয়ের খাবারে বড় আকৃতির পোকা পেয়েছেন রাশেদ হোসেন নামে আবাসিক এক শিক্ষার্থী।
রোববার (৩১ আগস্ট) দুপুরের খাবারে পোকা পান তিনি।
খাবারে পোকা পাওয়া শিক্ষার্থী রাশেদ হোসেন বলেন, আমি খাবার খেতে গিয়ে দেখি কেঁচোর মতো একটি পোকা। এরপর আর আমি খাই নাই। এসব দেখার পর আর খেতে মন চায় না।
তিনি আরও বলেন, এগুলো দেখার পর খাওয়ার রুচি বন্ধ হয়ে গেছে। সব খাবার ফেলে দিয়ে রুমমেট থেকে খাবার নিয়ে খাইলাম।
আবাসিক শিক্ষার্থীদের অভিযোগ, গত এক মাস থেকে হলে প্রভোস্ট নেই। প্রভোস্ট ছাড়াই চলছে হল। যেন দেখার কেউ নেই, অব্যবস্থাপনায় চলছে হল।
আরওপড়ুন<<>>ফের শিক্ষাঙ্গনে উত্তেজনা
ক্ষোভ প্রকাশ করে হলের আবাসিক শিক্ষার্থী মোকছেদুল মমিন বলেন, আজ দেখলাম হলের খাবারে ২-৩ ইঞ্চির মতো একটি কেঁচো। তাছাড়া প্রায়ই শিক্ষার্থীরা ডাইনিংয়ের খাবারের ব্যাপারে অভিযোগ করে। কিন্তু স্থায়ী কোনো সমাধান আমরা দেখতে পাচ্ছি না। একটা লাইভ স্ট্রিমিং কিংবা কলে কথা বলতেও মিনিটে মিনিটে নেট বাফারিং। ওয়াইফাই সমস্যা আর কাটছেই না। হলের ছোট্ট একটা গেস্টরুম সেটা ঠিকঠাক করার দিকেও কোনো নজর নেই। স্টুডেন্টদের রিডিং রুমে জায়গা সংকুলান হয় না, মাঝেমধ্যে এটা-ওটা নষ্ট হচ্ছে—এসব নিয়ে প্রশাসনের কোনো মাথাব্যথা নেই। বড় কথা হলের প্রভোস্টই নেই। আমরা আর কতদিন এভাবে চলব নানান সমস্যার মধ্য দিয়ে? ডাইনিংয়ের উন্নয়নের বিষয়সহ অন্যান্য সকল সমস্যার দ্রুত সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
এ বিষয়ে ডাইনিং পরিচালনার দায়িত্বে থাকা কাউসার আহমেদ বলেন, শাকে এত বড় পোকা পাওয়া রীতিমতো অসম্ভব। শাক ধোয়া হয় তারপর হাত দিয়ে ভাগ করা হয়। এইটা তো হাতেও লাগার কথা। এইটি পরিকল্পিত কিনা তাও দেখার বিষয়।
এ ব্যাপার হল প্রভোস্ট ড. মো. কামরুজ্জামানকে ফোন দিলে তিনি ফোন রিসিভ করে কথা না বলে লাইন কেটে দেন।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।