Apan Desh | আপন দেশ

বেরোবিতে ক্লাস শুরু কাল, র‍্যাগিং নিয়ে কঠোর প্রশাসন

বেরোবি প্রতিনিধি 

প্রকাশিত: ১৭:৩৬, ৯ আগস্ট ২০২৫

বেরোবিতে ক্লাস শুরু কাল, র‍্যাগিং নিয়ে কঠোর প্রশাসন

ছবি: আপন দেশ

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) আগামীকাল (রোববার) স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরু হতে যাচ্ছে। প্রথম বর্ষ শিক্ষার্থীদের সঙ্গে র‍্যাগিংয়ের ব্যাপারে কঠোর অবস্থানে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শনিবার (০৯ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শওকাত আলী  বলেন, র‍্যাগিং বিষয়ে আমরা জিরো টলারেন্স। এখানে কাউকে ছাড় দেয়া হবে না। কেউ র‍্যাগিং করলে শৃঙ্খলা কমিটির মাধ্যমে তা বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেব।

তিনি আরও বলেন, গতবারের মত এবারও আমরা আবাসিক হল ও অ্যাকাডেমিক ভবনগুলোতে অভিযোগ বক্স রাখব। এখানে যে কেউ পরিচয় গোপন রেখে অভিযোগ জানাতে পারবেন। এছাড়া তাদের প্রক্টর অফিসের নাম্বার দেয়া হবে। যাতে তারা সব সময় যোগাযোগ রাখে। আবু সাঈদের বিশ্ববিদ্যালয়ের আমরা এ ধরনের কালচার পুনরায় চালু হতে দেব না।

এ ব্যাপারে ছাত্রদলের আহবায়ক আল আমিন বলেন, আমরাও র‍্যাগিংয়ের বিরুদ্ধে। এসব কালচার তৈরি করে দিয়ে গেছে ছাত্রলীগ। বিশ্ববিদ্যালয় সিনিয়র-জুনিয়র সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকবে এটাই কামনা করি। যদি কোনো শিক্ষার্থী র‍্যাগিংয়ে জড়িত থাকে, পলিটিক্যাল হোক আর নন পলিটিক্যাল হোক। তার বিরুদ্ধে অবশ্যই প্রশাসনের ব্যবস্থা নেয়া উচিত।

আরওপড়ুন<<>>সাংবাদিক হত্যার প্রতিবাদে রাবিতে মানববন্ধন

বেরোবি ছাত্রশিবির সাধারণ সম্পাদক আব্দুর রাকিব মুরাদ বলেন, অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের মাধ্যমে বহুল আকাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন একজন শিক্ষার্থীর আবেগ-ভালোবাসার বিষয়। কোমলমতি নবীন শিক্ষার্থী আসার সঙ্গে সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানে  শিক্ষার্থীদের সঙ্গে সিনিয়রদের অমানবিক, অপমানজনক বা জবরদস্তিমূলক আচরণ অবশ্যই কাম্য নয়।

নতুনদের ভয় দেখানো, অপ্রয়োজনীয় নিয়ম চাপিয়ে দেয়া, শারীরিক বা মানসিক কষ্ট দেয়া, অপমান করা বা অশোভন কাজ করানোর সংস্কৃতি বন্ধ করতে হবে। আমরা আশা করি, বেরোবি শিক্ষার্থীরা নবীনদের ভালোবাসা, সুন্দর পরামর্শ ও শোভনীয় আচরণের মাধ্যমে বরণ করে নেবেন বলে জানান তিনি।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সিনিয়র শিক্ষার্থী তাসবীউল হাবিব নিশাদ বলেন, আগামীকাল নবীন বরণের মাধ্যমে নবীনদের সঙ্গে আমাদের পথচলা শুরু হচ্ছে। যেহেতু তারা নবীন, নতুন পরিবেশে আসতেছে, তারা প্রথমত স্বভাবিকভাবেই অনেক সমস্যা বোধ করবে। আমরা শুরু থেকে নতুন পরিবেশে তাদের অভিযোজিত হওয়াসহ সব সমস্যায় তাদের পাশে থাকব। 

আমাদের বিশ্ববিদ্যালয়ে কোনো র‍্যাগিং কালচার নেই। আমরাও এরকম কোনো কাজের সঙ্গে সম্পৃক্ত থাকব না। তারা আমাদের ছোট ভাই-বোন। আমরা সব সময় তাদের প্রতি ইতিবাচক মনোভাব পোষণ করব। আমাদের পক্ষ থেকে তাদেরকে এ বীর শহীদের স্মৃতিবিজড়িত ৭৫ একরে স্বাগত জানাই বলেও জানান তিনি।

আপন দেশ/এমএইচ
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়