
ছবি: আপন দেশ
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কালচারাল সোসাইটির নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন নাজিয়া নিতু এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রেদওয়ান ইসলাম রিদয়।
সংগঠনটির উপদেষ্টা প্রফেসর ড. শারমিন হামিদ, প্রতিষ্ঠাতা সদস্য রিশা ও রাফী বৃহস্পতিবার (০৭ আগস্ট) এ কমিটির অনুমোদন দেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি সমরিতা নাগ ছোঁয়া ও মো. মাহাবুবুর রশীদ। যুগ্মসাধারণ সম্পাদক নওশাদ হাসান প্রিন্স, সাংগঠনিক সম্পাদক ফয়সাল মাহমুদ, অর্থ সম্পাদক পৃথা সরকার।
আরওপড়ুন<<>>গল্লামারী মৎস্য খামার হস্তান্তরে প্রধান উপদেষ্টার কাছে শিক্ষার্থীদের চিঠি
যোগাযোগ বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন সিদরাতুল মুনতাহা অনামিকা, দফতর সম্পাদক মেহেরাব হাসান সুপ্ত, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফাতিনূর ইসলাম অর্ণব, সঙ্গীত বিষয়ক সম্পাদক অর্পিতা রায়, আবৃত্তি বিষয়ক সম্পাদক মেহেদী হাসান প্রান্ত, নৃত্য বিষয়ক সম্পাদক শ্রাবন্তী ভট্টাচার্য, ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক পথিক সরকার।
এছাড়া কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন, সাজ্জাদ হোসেন, অথৈ আনান, রিয়াদুল ইসলাম সিয়াম, রাহাত মাহমুদ সেতু, আহসান উল্লাহ আলিফ, মো. রাফিউল ইসলাম এবং মেহেদী হাসান।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সাংস্কৃতিক ও সৃজনশীলতার চর্চা ও বিকাশে সহায়তা, নৃত্য, নাটক, সংগীত, অভিনয়, সাহিত্য, চিত্রকলাসহ বিভিন্ন ধরনের সাংস্কৃতি ও ঐতিহ্যের চর্চা করা ও উৎসাহ প্রদানসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে রাবি কালচারাল সোসাইটি।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।