Apan Desh | আপন দেশ

এক ওভারে ৪৫ রানের বিশ্ব রেকর্ড!

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯:০৭, ২ আগস্ট ২০২৫

আপডেট: ১৯:০৭, ২ আগস্ট ২০২৫

এক ওভারে ৪৫ রানের বিশ্ব রেকর্ড!

ছবি: সংগৃহীত

ক্রিকেট ইতিহাসে এর আগে এক ওভারে ৪৫ রান সংগ্রহের বিশ্ব রেকর্ড ছিলো না। তবে এবার সে কীর্তি গড়লেন আফগানিস্তানের ক্রিকেটার ওসমান গনি। আফগান তারকা ওপেনার উসমান গনি যে রেকর্ড গড়লেন ইতিপূর্বে কেউ কখনও চিন্তাও করতে পারেননি।

ইংল্যান্ডের টি-টেন লিগে ব্যাটিং তাণ্ডব চালিয়ে এ রেকর্ড গড়েন উসমান গনি। মাত্র ৪৩ বলে ১৭টি ছক্কা আর ১১টি চারের সাহায্যে ১৫৩ রানে নজির গড়েন তিনি।

শুক্রবার (০১ আগস্ট) ইসিএস টি-টেন লিগে মুখোমুখি হয় লন্ডন কাউন্টি ক্রিকেট বনাম গিলফোর্ড। এ ম্যাচে লন্ডন কাউন্টির হয়ে খেলেন আফগান ওপেনার উসমান গনি। এক ওভারেই ৪৫ রান সংগ্রহ করেন তিনি।

আরওপড়ুন<<>>রুদ্ধশ্বাস জয়ে কোপা আমেরিকায় তৃতীয় আর্জেন্টিনা

গিলফোর্ডের বোলার বিল এর্নির এক ওভারে গনি এ রেকর্ড গড়েন। এর্নির এ ওভারে উসমান ৫ ছক্কা এবং ৩টি চার হাঁকিয়ে ৪২ রানের রেকর্ড গড়েন। পাশাপাশি ২ নো বল এবং একটি ওয়াইড বল হয়েছে। ফলে আরও তিনটে রান যোগ হয়েছে।

পেশাদার ক্রিকেটে এটা অবশ্যই এক ওভারে সর্বাধিক রানের বিশ্ব রেকর্ড। ইতোপূর্বে আর কোনো ব্যাটসম্যান ৬ বলে এত বেশি রান করতে পারেনি।

ওসমান গনির এমন বিধ্বংসী ব্যাটিংয়ে লন্ডন কাউন্টি ১০ ওভারে ২২৬ রানের পাহাড় গড়ে। গনির ওপেনিং পার্টনার ছিলেন ইসমাইল ওয়াহারমানি। তিনি করেন ১৯ বলে ৬১ রান। টার্গেট তাড়া করতে নেমে গিলফোর্ড ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৫৫ রান করে। লন্ডন কাউন্টি ৭১ রানে জয়লাভ করে।

উল্লেখ্য, ২০১৪ সালে ওয়ানডে ক্রিকেটে তার অভিষেক হয় ২৮ বছর বয়সি আফগান ওপেনার উসমান গনির। ২০১৫ সালে তিনি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেন। দেশের হয়ে এখনও পর্যন্ত ১৭ ওয়ানডে এবং ৩৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন গনি। 

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়