
ক্রোয়েশিয়া অধিনায়ক জ্যাক ভুকুসিচ
মাত্র ১৭ বছর বয়সেই আন্তর্জাতিক ক্রিকেটে নেতৃত্বের স্বাদ পেলেন ক্রোয়েশিয়ার জ্যাক ভুকুসিচ। আর তাতেই বিশ্ব গড়ল ভুকুসিচ। ঘরের মাঠে সাইপ্রাসের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বৃহস্পতিবার (০৭ আগস্ট) দেশের নেতৃত্ব দিয়েছে এ কিশোর।
আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে ভুকুসিচই এখন সবচেয়ে কম বয়সী অধিনায়ক। ম্যাচের দিন (০৭ আগস্ট ২০২৫) তার বয়স ছিল ১৭ বছর ৩১১ দিন।
তবে অধিনায়ক হিসেবে তার শুরুটা অবশ্য উজ্জ্বল হয়নি। এদিন তার নেতৃত্বে সাইপ্রাসের কাছে দুই ম্যাচ খেলে দুটিতেই হেরেছে ক্রোয়েশিয়া।
ভুকুসিচের আগে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে কমবয়সি অধিনায়কের রেকর্ড ছিল ফ্রান্সের নোমান আমজাদের দখলে। ২০২২ সালের জুলাইয়ে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে টি-টোয়েন্টিতে ১৮ বছর ২৪ দিন বয়সে ফ্রান্সকে নেতৃত্ব দিয়েছিল আমজাদ।
ওয়ানডে ও টেস্টে সবচেয়ে কম বয়সে অধিনায়কত্ব করার রেকর্ড অবশ্য আফগানিস্তানের অধিনায়ক রশিদ খানের। ১৯ বছর ১৬৫ দিনে স্কটল্যান্ডের বিপক্ষে ওয়ানডে অধিনায়কত্ব করেছিলেন রশিদ। আর টেস্টে ২০১৯ সালে বাংলাদেশের বিপক্ষে ২০ বছর ৩৫০ দিন বয়সে আফগানদের অধিনায়কত্ব করেন এ অলরাউন্ডার।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।