Apan Desh | আপন দেশ

পঞ্চগড়ে বাধারমুখে প্রবাসী এলপিজি পাম্প চালু করতে পারছেন না

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশিত: ২২:৫১, ২ আগস্ট ২০২৫

পঞ্চগড়ে বাধারমুখে প্রবাসী এলপিজি পাম্প চালু করতে পারছেন না

ছবি সংগৃহীত

পঞ্চগড় জেলা শহরে কোন এলপিজি পাম্প নেই। গাড়িতে গ্যাস ভরতে যেতে হয় পাঁচ কিলোমিটার দূরে। সেখানে নানা অজুহাতে বাড়তি টাকাও গুনতে হয়। ওই জেলার সন্তান এক অষ্ট্রেলিয়া প্রবাসী জেলা শহরের কাছাকাছি একটি এলপিজি পাম্প বসানোর যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করেন।

কিন্তু ৫ কিলোমিটার দূরের ওই পাম্প মালিকের নানামুখী কৌশল আর বাধার মুখে এলপিজি পাম্পের কার্যক্রম শুরু করতে পারছেন না ওই প্রবাসী। এতে জেলা শহরের বাসিন্দাদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

স্থানীয়দের দাবি, এটি চালু হলে তাদের দুর্ভোগ কমবে। ব্যবসায় প্রতিযোগিতা সৃষ্টি হবে। তারা এক পাম্প মালিকের হাতে জিম্মি থাকবেন না। গুনতে হবে না বাড়তি টাকা।

আরও পড়ুন<<>> পঞ্চগড় সীমান্তে ৯ জনকে পুশইন করল বিএসএফ

নুতন পাম্পের মালিক অস্ট্রেলিয়া প্রবাসী আবরার আলিফ জানান, তার পাম্পের নাম বেঙ্গল এনার্জি। যানবাহন চালক ও মালিকদের দুঃখ দুর্দশার কথা চিন্তা করে শহর এলাকায় একটি পাম্প স্থাপনে আগ্রহী হন। পরিবেশ থেকে শুরু করে সকল প্রক্রিয়া সম্পন্ন করা হয়। কিন্তু শহর থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে এক পাম্প মালিক তার বিরুদ্ধে প্রশাসন ও জনগণের মাঝে প্রভাকান্ড ছড়াচ্ছেন। তিনি এককভাবে ব্যবসায়িক আধিপত্য বিস্তার করতে চান বলেও জানান তিনি।

এ বিষয়ে তিনি জেলা প্রশাসকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন। একই সঙ্গে, দেশের বিনিয়োগের বিষয় প্রবাসীদের যাতে অনাগ্রহ সৃষ্টি না হয়, এ পাম্পটির কার্যক্রম চালু করার মধ্য দিয়ে জেলা প্রশাসনের সে ইচ্ছারও প্রতিফলন দেখতে চায় এলাকাবাসী।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়