
ছবি: আপন দেশ
উত্তরবঙ্গের প্রতি অনন্তকালের বাজেট বৈষম্য নিরসন ও সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে একটি স্বতন্ত্র আঞ্চলিক কমিশন গঠনসহ দুই দাবিতে রংপুরের মর্ডান মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।
সোমবার (২৮ জুলাই) দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন। একই সঙ্গে তারা দাবি বাস্তবায়নে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেন।
‘বেরোবি ও উত্তরাঞ্চলের ছাত্র জনতা’র ব্যানারে শিক্ষার্থীরা প্রধান ফটক থেকে বিক্ষোভ মিছিল বের করেন। তারা উত্তরাঞ্চলের প্রবেশদ্বার মর্ডান মোড়ে গিয়ে সড়ক অবরোধ করলে সড়কের দুপাশে অসংখ্য যানবাহন আটকরা পড়ে। এতে যানজট সৃষ্টি হয়ে ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা।
এ সময় শিক্ষার্থীদের লাশ লাগলে লাশ নেয়, রংপুরে বাজেট দে, জীবন লাগলে জীবন নে, রংপুরে বাজেট দে ইন্টারিমে দালালেরা হুশিয়ার সাবধান, মুলা না বোতল, বোতল ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, প্রতিবছর বাজেটে রংপুরসহ উত্তরাঞ্চল অবহেলিতই থেকে যাচ্ছে। সিটি করপোরেশন থেকে শুরু করে শহীদ আবু সাঈদের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় পর্যন্ত সবখানেই বাজেট বৈষম্য প্রকট। এবারের বাজেটেও এ চিত্রের ব্যতিক্রম হয়নি।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শাহরিয়ার সোহাগ বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় নামমাত্র কয়েকটি অনুষদ নিয়ে চলে। এখানে অডিটোরিয়াম নেই, টিএসসি নেই। আমরা মানসম্মত শিক্ষা ও একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চাই । উত্তরবঙ্গের সার্বিক উন্নয়নের জন্য আমরা একটি স্বতন্ত্র কমিশন চাই।
তিনি আরও বলেন, আমরা ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিচ্ছি। এ সময়ের মধ্যে দাবির বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি না হলে আবু সাঈদের সহপাঠীরা আরও কঠোর কর্মসূচি যেমন- উত্তরবঙ্গের প্রবেশদ্বার মর্ডার্ন ব্লকেটসহ অসহযোগ আন্দোলন ঘোষণা করব।
মর্ডান ব্লকেড শিক্ষার্থীরা দুই দফা দাবি তুলে ধরেন। তাদের দাবিগুলো হলো- উত্তরবঙ্গের অনন্তকালের বাজেট বৈষম্য নিরসন ও এ অঞ্চলের সার্বিক (অর্থাৎ শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অবকাঠামোগত) উন্নয়ন নিশ্চিতে একটি স্বতন্ত্র আঞ্চলিক কমিশন গঠন করতে হবে। উত্তরবঙ্গের বাতিঘর অর্থাৎ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে একটি স্বায়ত্তশাসিত পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে রূপান্তর করতে হবে।
এছাড়া বেরোবি প্রশাসন কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দেয়া হবে।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন- বেরোবির শিক্ষার্থী আশিকুর রহমান আশিক, রহমত আলী, শামসুর রহমান সুমনসহ আরও অনেকে।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।