Apan Desh | আপন দেশ

এইচএসসির স্থগিত পরীক্ষার রুটিন প্রকাশ

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১৯:১৫, ২৩ জুলাই ২০২৫

আপডেট: ২০:০৭, ২৩ জুলাই ২০২৫

এইচএসসির স্থগিত পরীক্ষার রুটিন প্রকাশ

ফাইল ছবি

এইচএসসি ও সমমানের ২২ ও ২৪ জুলাইয়ের স্থগিত পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে। গত সোমবার (২১ জুলাই) রাজধানীর মাইলস্টোন স্কুল ভবনে বিমান বিধ্বস্তে বহু হতাহতের ঘটনায় ২টি পরীক্ষা স্থগিত করা হয়।

বুধবার (২৩ জুলাই) বিকেলে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহবায়ক এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা রুটিনটি প্রকাশ করা হয়।

নতুন সূচি অনুযায়ী পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) প্রথম পত্র/ হিসাববিজ্ঞান প্রথম পত্র/ যুক্তিবিদ্যা প্রথম পত্র ১০ জুলাই (বৃহস্পতিবার) হওয়ার কথা ছিল। কিন্তু তা ১২ আগস্ট (মঙ্গলবার) অনুষ্ঠিত হবে। এ পরীক্ষা শুধু কুমিল্লা শিক্ষা বোর্ডের জন্য প্রযোজ্য।

ভূগোল (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র ১৭ জুলাই (বৃহস্পতিবার) হওয়ার কথা ছিল, কিন্তু নতুন রুটিন অনুযায়ী ১৪ আগস্ট (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হবে। এমনকি বিকেল (২টা থেকে ৫টা পর্যন্ত) উচ্চাঙ্গ সংগীত (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র/আরবি দ্বিতীয় পত্র/ পালি দ্বিতীয় পত্র। এ পরীক্ষা শুধু ঢাকা শিক্ষা বোর্ডের অধীন গোপালগঞ্জ জেলার জন্য।
 
রসায়ন (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র/ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র (মানবিক শাখা)/ইতিহাস দ্বিতীয় পত্র/ গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন দ্বিতীয় পত্র/উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্র ২২ জুলাই (মঙ্গলবার) হওয়ার কথা ছিল। কিন্তু নতুন রুটিন অনুযায়ী ১৭ আগস্ট (রোববার) অনুষ্ঠিত হবে। এ পরীক্ষা সব সাধারণ শিক্ষা বোর্ডের জন্য প্রযোজ্য।

অন্যদিকে অর্থনীতি প্রথম পত্র/প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস প্রথমম পত্র ২৪ জুলাই (বৃহস্পতিবার) হওয়ার কথা ছিল। কিন্তু নতুন রুটিন অনুযায়ী ১৯ আগস্ট (মঙ্গলবার) অনুষ্ঠিত হবে। এ পরীক্ষা সব সাধারণ শিক্ষা বোর্ডের জন্য প্রযোজ্য।

নতুন রুটিন দেখতে এখানে ক্লিক করুন।

উল্লেখ্য, দুপুরে সচিবালয়ে শিক্ষা উপদেষ্টা সি আর আবরার জানিয়েছিলেন এইচএসসি ও সমমানের ২২ ও ২৪ জুলাইয়ের স্থগিত পরীক্ষা একইদিনে নেয়া হবে। তবে নতুন সূচি অনুযায়ী দেখা যায়, দুটি পরীক্ষা আলাদা দিনে অনুষ্ঠিত হবে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়