Apan Desh | আপন দেশ

ডিনস-মেরিট অ্যাওয়ার্ড পেলেন বেরোবির ২১ শিক্ষার্থী

বেরোবি প্রতিনিধি 

প্রকাশিত: ২২:১৯, ২৯ জুন ২০২৫

ডিনস-মেরিট অ্যাওয়ার্ড পেলেন বেরোবির ২১ শিক্ষার্থী

ছবি: আপন দেশ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) প্রথমবারের মতো ডিনস অ্যাওয়ার্ড ও মেরিট অ্যাওয়ার্ড - ২০২৫ দেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদ ও বিভাগের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) চূড়ান্ত পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের এ অ্যাওয়ার্ড দেয়া হয়। 

রোববার (২৯ জুন) বিকেলে অ্যাকাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাসরুমে বেরোবির উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী প্রধান অতিথি হিসেবে ৬ অনুষদভুক্ত বিভাগের শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক, সনদপত্র ও চেক তুলে দেন।

বিশ্ববিদ্যালয়ের চারজন শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড ও ১৭ জন শিক্ষার্থীকে মেরিট অ্যাওয়ার্ড দেয়া হয়।

এ সময় উপাচার্য বলেন, আজকের দিনটি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের জন্য একটি স্মরণীয় দিন। স্নাতক পর্যায়ে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী সকল শিক্ষার্থীকে অভিনন্দন জানান তিনি। উপাচার্য বলেন, আজকের দিনের প্রাপ্ত সনদ শিক্ষার্থীদের জন্য অনেক বেশি মূল্যবান। এ অর্জনের অনুপ্রেরণা শিক্ষার্থীদের অনেকদূর এগিয়ে নিয়ে যাবে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীরা এ সাফল্যের যথাযথ মূল্যায়ন আগামী দিনে পাবেন। শহীদ আবু সাঈদের ক্যাম্পাস বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যারা মেধার স্বাক্ষর রেখেছে, তাদের মাধ্যমে এ বিদ্যাপীঠ আরও সমৃদ্ধি লাভ করবে।

কলা অনুষদের ডিন প্রফেসর ড. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. নজরুল ইসলাম, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর কমলেশ চন্দ্র রায়, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মো. মিজানুর রহমান, জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. এমদাদুল হক এবং বিজনেস স্টাডিজ বিভাগের ডিন প্রফেসর মো. ফেরদৌস রহমান।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. মোরশেদ হোসেন এবং রেজিস্ট্রার ড. মো. হারুন-অর রশিদ। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. ফেরদৌস রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন একাডেমিক শাখার অতিরিক্ত রেজিস্ট্রার মো. আমিনুর রহমান।

এছাড়া কে. মুশতাক অ্যান্ড হাসনা ইলাহি ফাউন্ডেশন, রংপুরের পক্ষ থেকে বেরোবির সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত বিভাগসমূহে অধ্যয়নরত চারজন নারী শিক্ষার্থীকে স্কলারশিপের চেক প্রদান করেন উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী।

আপন দেশ/এমএইচ 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়