Apan Desh | আপন দেশ

গুচ্ছ ভর্তির আবেদনের সময় শেষ আজ

ইসরাত জাহান, মাভাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ২১:০৮, ১২ জুন ২০২৫

গুচ্ছ ভর্তির আবেদনের সময় শেষ আজ

ফাইল ছবি

২০২৪-২৫ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তির জন্য গুরুত্বপূর্ণ একটি ধাপ শেষ হতে যাচ্ছে আজ। বৃহস্পতিবার (১২ জুন) গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার বিভাগ পছন্দক্রমসহ আবেদনের সময়সীমা শেষ হচ্ছে। আবেদনের শেষ সময় নির্ধারণ করা হয়েছে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

এর আগে গত ২৯ মে বিকেল ৫টা থেকে শুরু হয় এ আবেদন প্রক্রিয়া। প্রথমে আবেদন করার সময়সীমা ছিল ৫ জুন পর্যন্ত। তবে শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে সময় বাড়ানো হয় এক সপ্তাহ। সে অনুযায়ী আবেদনপত্র জমা দেয়ার শেষ দিন আজ ১২ জুন।

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির আহবায়ক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ।

তিনি বলেন, সাবজেক্ট চয়েসের সময়সীমা শেষ হওয়ার পর আমরা পরবর্তী কার্যক্রমে অগ্রসর হব। ইতোমধ্যে একবার সময় বৃদ্ধি করা হয়েছে, তাই পুনরায় সময় বাড়ানোর কোনো চিন্তা-ভাবনা আপাতত আমাদের নেই। আমার ধারণা, যাদের আবেদন করা প্রয়োজন ছিল, তারা তা ইতোমধ্যেই সম্পন্ন করেছে।

ভর্তি প্রক্রিয়ার পরবর্তী ধাপ সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, আমরা আমাদের কনসালটেন্ট ও টেকনিক্যাল কমিটির সঙ্গে আলোচনা করব এবং প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই শেষে একটি সভার মাধ্যমে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

উল্লেখ্য, এবছরও গুচ্ছ পদ্ধতিতে দেশের ১৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য পাওয়া যাবে গুচ্ছের ওয়েবসাইট https://gstadmission.ac.bd/-এ।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়