
শাহেনা আকতার পাখি।
কক্সবাজার পৌর আওয়ামী মহিলা লীগের আহবায়ক শাহেনা আকতার পাখিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৩০ জুলাই) ভোর রাতে শহরের দু’নম্বর ওয়ার্ডের মধ্যম নুনিয়াছড়াস্থ নিজবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, আওয়ামী লীগ সরকার পতনের পর শাহেনা আকতার পাখি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। কিছুদিন আত্মগোপনে থাকার পর বাড়িতে ফিরে আসেন। সম্প্রতি ছেলের বিয়েও দিয়েছেন। তিনি বাড়িতে অবস্থান করছেন বিষয়টি জানাজানি হলে আইনশৃংখলা বাহিনী অভিযান চালিয়ে গ্রেফতার করে কক্সবাজার সদর মডেল থানায় নিয়ে আসে।
আরও পড়ুন>>>জাতিসংঘের অফিসকে ‘লালকার্ড’ দেখিয়ে প্রত্যাহারের আহবান শিক্ষার্থীদের
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ওসি মো. ইলিয়াস খান, তিনি জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার বিরুদ্ধে সহিংসতার অভিযোগে দায়ের করা একটি মামলার আসামি। আইনি প্রক্রিয়ায় তাকে কারাগারে পাঠানো হবে।
প্রসঙ্গত, শাহেনা আক্তার পাখি কক্সবাজার পৌরসভার সংরক্ষিত ওয়ার্ড-০১ (০১, ০২ ও ০৩) থেকে টানা তিনবার কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। এক মেয়াদে পৌরসভার প্যানেল মেয়রের দায়িত্ব পালন করেছেন।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।