Apan Desh | আপন দেশ

যমুনায় বৈঠকে মেলেনি আশানুরূপ ফল

জবি প্রতিনিধি

প্রকাশিত: ১০:০৫, ১৬ মে ২০২৫

আপডেট: ১১:০৯, ১৬ মে ২০২৫

যমুনায় বৈঠকে মেলেনি আশানুরূপ ফল

ছবি : আপন দেশ

প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদ সম্মেলন না করেই চলে গেলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ডক্টর রেজাউল করিম। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) মধ্যরাতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় ইউজিসি চেয়ারম্যান, ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া, জবি উপাচার্য ও জবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদকের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। 

বৈঠক শেষে রাত ৩টা নাগাদ ইউজিসি'র পতাকাবাহী গাড়িতে আন্দোলনস্থল কাকরাইল মোড়ে আসেন উপাচার্য। সেখানে তিন দফা দাবির বিষয়ে সাংবাদিকদের সঙ্গে নিয়মিত ব্রিফিং না করেই গাড়ি ঘুরিয়ে চলে যান জবি উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম।

এ বিষয়ে জবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছ উদ্দীন সাংবাদিকদের বলেন, অর্থ মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রনালয়সহ আনুষঙ্গিক যারা আছেন তারা একাধিকবার সভায় মিলিত হয়েছেন। এবং আমাদের দাবির প্রতি তারা একাত্মতা পোষণ করেছেন। কিন্তু আমাদের দাবির স্পেসিফিক বিবরণ তাদের কাছে স্পষ্ট হয়নি। আমাদের দাবির স্পষ্ট ব্যাখ্যা করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বশীলদের সঙ্গে কথা হয়নি। কনক্রিট কোন ডিসিশন নেয়া আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তাই আমাদের শান্তিপূর্ণ  অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে।

রইছ উদ্দীন আরো বলেন, পূর্বঘোষিত সমাবেশ- প্রাক্তন ও বর্তমান জবিয়ানদের সমাবেশ সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। এবং দুপুর দুইটায় আমাদের অনশন কর্মসূচি অনুষ্ঠিত হবে।

আপন দেশ/জেডআই
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়