Apan Desh | আপন দেশ

জাতীয় সঙ্গীত অবমাননার প্রতিবাদে সমবেত কণ্ঠে গাইলেন রাবি শিক্ষার্থীরা

রাবি প্রতিনিধি

প্রকাশিত: ২০:০৮, ১২ মে ২০২৫

আপডেট: ২০:১১, ১২ মে ২০২৫

জাতীয় সঙ্গীত অবমাননার প্রতিবাদে সমবেত কণ্ঠে গাইলেন রাবি শিক্ষার্থীরা

ছবি: আপন দেশ

শাহবাগে জাতীয় সঙ্গীতের অবমাননা করা হয়েছে, এমন অভিযোগ এনে প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত গেয়েছেন শিক্ষার্থীরা।

রোববার (১১ মে) সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত কন্ঠে সঙ্গীত গান তারা।

নটরডেম কলেজের ভবন থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

এ সময় বিশ্ববিদ্যালয় পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শাহ মুহাম্মদ কাফী বলেন, আমরা দেখেছি, শাহবাগে জাতীয় সঙ্গীত গাওয়ার সময় একদল মানুষ হুট করে জাতীয় বন্ধ করতে বাধ্য করে। আমরা আরও উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছি, পেছন থেকে এক গ্রুপ ‘ভুয়া’ ‘ভুয়া’ বলে দুয়োধ্বনি দেয়। যেটি আমাদের জাতীয় চেতনার জন্য অত্যন্ত এলার্মিং।

তিনি আরও বলেন, এ ঘটনার প্রতিবাদ জানাই। একই সঙ্গে বাংলাদেশের স্বাধীনতা ও স্বার্বভৌমত্বে বিশ্বাসী ও ফ্যাসিবাদ বিরোধী সকল শিক্ষার্থীকে মুক্তিযুদ্ধ ও জুলাই অভ্যুত্থানের প্রশ্নে এক থাকার আহবান জানাই।

এ সময় বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়