Apan Desh | আপন দেশ

রাকসু-রুয়া নির্বাচন নির্ধারিত সময়ে নিশ্চিতের দাবিতে বিক্ষোভ

রাবি প্রতিনিধি

প্রকাশিত: ২২:৩৪, ৩০ এপ্রিল ২০২৫

আপডেট: ২২:৩৭, ৩০ এপ্রিল ২০২৫

রাকসু-রুয়া নির্বাচন নির্ধারিত সময়ে নিশ্চিতের দাবিতে বিক্ষোভ

ছবি: আপন দেশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোশিয়েশন (রুয়া) ও রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন যথা সময়ে নিশ্চিতের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।

বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের জোহা চত্ত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।

বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা ‘সিন্ডিকেট না রাকসু? রাকসু রাকসু’ ‘সিন্ডিকেট না রুয়া? রুয়া রুয়া’, ‘রাকসু নিয়ে টালবাহানা, চলবে না চলবে না’, ‘রুয়া নিয়ে টালবাহানা, চলবে না চলবে না’, ‘সিলেকশন না ইলেকশন? ইলেকশন ইলেকশন’, ‘অ্যাকশান টু অ্যাকশান ডাইরেক্ট অ্যাকশান’, ‘জ্বালোরে জ্বালো আগুন জ্বালো’, ‘রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’ ইত্যাদি স্লোগান দেয়।

এ সময় শিক্ষার্থীরা বলেন, রুয়া নির্বাচন সঠিক সময়েই করতে হবে। এটা নিয়ে কোনো তালবাহানা আমরা করতে দিব না। যে কুচক্রী মহল রুয়া বানচাল করতে চাচ্ছে, তাদের শাস্তির আওতায় আনা হোক। কোনো ধরনের ষড়যন্ত্র আমরা সহ্য করবো না। আমাদের রক্তের ওপর দিয়ে হলেও রুয়া এবং রাকসু নির্বাচন দিতে হবে।

আরওপড়ুন<<>>রুয়া’র নির্বাচন দাবিতে উপ-উপাচার্যের কাছে স্মারকলিপি

সমাবেশে বিশ্ববিদ্যালয় সাবেক সমন্বয়ক ফাহিম রেজা বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের প্রাণের সংগঠন হলো- রুয়া। রুয়া নির্বাচনকে আমরা একটা পরীক্ষা হিসেবে নিচ্ছি। যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন রুয়া নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে করতে পারে, তাহলে আমাদের দীর্ঘদিনের প্রাণের দাবি রাকসু নির্বাচন ও সুষ্ঠুভাবে দিতে পারবে বলে মনে করি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আরেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার বলেন, আমরা স্পষ্টভাবে বলে দিচ্ছি, রুয়াকে বানচাল করার অপচেষ্টা যারা করছে তারা রাকসুকে বানচাল করার অপচেষ্টাও চালিয়ে যাচ্ছে। আমরা রুয়া নিয়ে সাবেকদের থেকে বেশি ভাবছি। কারণ রুয়া হওয়ার সুশৃঙ্খলতার উপর নির্ভর করছে আগামীতে রাকসু নির্বাচন কেমন হবে। এটার উপরই নির্ভর করছে রাবির শৃঙ্খলা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় কতটা গণতান্ত্রিক।

তিনি আরও বলেন, বিগত ২৮ তারিখ রাকসুর ভোটার তালিকা প্রনয়ণ করার তারিখ থাকলেও তা করা হয়নি। কি জন্য রাকসুর ভোটার তালিকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনও প্রকাশ করেনি? অনতিবিলম্বে রাকসুর ভোটার তালিকা প্রশাসন থেকে প্রকাশ করতে হবে এবং রুয়ার নির্বাচন ১০ মে করতে হবে। রক্তের বিনিময়ে হলেও আমরা রুয়াকে প্রতিষ্ঠা করে, রাকসুকে প্রতিষ্ঠা করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই।

বিক্ষোভ সমাবেশে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের সদস্যরাসহ প্রায় দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়