Apan Desh | আপন দেশ

রুয়া’র নির্বাচন দাবিতে উপ-উপাচার্যের কাছে স্মারকলিপি

রাবি প্রতিনিধি

প্রকাশিত: ২১:৩৫, ৩০ এপ্রিল ২০২৫

আপডেট: ২২:২১, ৩০ এপ্রিল ২০২৫

রুয়া’র নির্বাচন দাবিতে উপ-উপাচার্যের কাছে স্মারকলিপি

ছবি: আপন দেশ

রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (রুয়া) নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা আগামী ১০ মে। তবে নির্বাচন বর্জন করেছেন জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের অ্যালামনাসরা। আজ রুয়ার প্রধান নির্বাচন কমিশনারও পদত্যাগ করেছেন। অপরদিকে, যথাসময়ে এ নির্বাচন যেন অনুষ্ঠিত হয় সে দাবিতে উপ-উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছেন রাজশাহীস্থ রুয়া’র আজীবন সদস্যরা।

বুধবার (৩০ এপ্রিল) বিকেল সাড়ে ৪টায় উপাচার্য কনফারেন্স রুমে অ্যালামনাই অ্যাসোসিয়েশন এডহক কমিটির আহবায়ক উপ-উপাচার্য (শিক্ষা) ফরিদ উদ্দীন খানের কাছে এ স্মারকলিপি দেন তারা।

স্মারকলিপিতে তারা লিখেছেন, আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। রাবির বিভিন্ন উন্নয়নমুলক কাজে অংশীদার হয়ে বিশ্ববিদ্যালয়ের মানকে আরো উন্নত করার লক্ষ্যে সকল শিক্ষার্থীর সম্মিলিত প্রচেষ্টায় একটি অরাজনৈতিক প্ল্যাটফর্ম রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (RUAA) গঠিত হয়। সম্প্রতি রুয়া’র নির্বাচন ঘিরে প্রাক্তন সকল শিক্ষার্থীর মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি হয়। পাশাপাশি বিপুল সংখ্যাক সাবেক শিক্ষার্থী আজীবন সদস্য হিসেবে রেজিস্ট্রেশন করে।

তারা উল্লেখ করেছেন, আগামী ১০ মে রুয়া’র নির্বাচন উপলক্ষে ইতোমধ্যে অনেক সদস্য তাদের অফিস থেকে ছুটি নিয়েছে। রাজশাহীতে হোটেল বুকিং করেছে এবং যাওয়া-আসার জন্য বাস, ট্রেন ও বিমানসহ অন্যান্য পরিবহন ব্যবস্থা নিশ্চিত করেছে। কিন্তু আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করছি যে, একটি কুচক্রিমহল ওই নির্বাচন বন্ধের ষড়যন্ত্র করছে।

আরওপড়ুন<<>>জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আমরা রুয়া’র রাজশাহীস্থ আজীবন সদস্যরা বিষয়টি নিয়ে গভীরভাবে চিন্তিত ও উদ্বিগ্ন। একটি বৃহত্তম বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের তারিখ নির্ধারণ হয়ে যাওয়ার পর যুক্তিসঙ্গত কারণ ছাড়া কিংবা বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ অথবা জাতীয় কোনো ইস্যু ছাড়া বন্ধ করা কোনোভাবেই কাম্য নয়। আমরা এ নির্বাচন বন্ধ করার চক্রান্ত ও ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

এর পরিপ্রেক্ষিতে আপনার কাছে দাবি জানাচ্ছি, আগামী ১০ মে রুয়া’র নির্বাচন যাতে কিছুতেই বাতিল বা স্থগিত না করা হয়। এ নির্বাচন ঘিরে প্রাক্তন ও আজীবন সদস্যদের মধ্যে যে আবেগ, উচ্ছ্বাস ও উদ্দীপনা সৃষ্টি হয়েছে তা অকল্পনীয়। সারাদেশ থেকে আজীবন সদস্যরা নির্বাচনে অংশ নেয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছে।

স্মারকলিপিতে তারা কয়েকটি দাবির কথা জানিয়েছেন, সেগুলো হলো- পূর্ব নির্ধারিত সময় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। রাজশাহীর বাইরে থেকে এসে যারা বিভিন্ন হোটেলে অবস্থান করবে এবং শহরের বিভিন্ন প্রান্তে অবস্থানরত রুয়া’র সদস্যদের যাতায়াতের জন্য পরিবহনের ব্যবস্থা করতে হবে। রাজশাহীর বাইরে থেকে আগতদের নিরাপত্তার বিষয়টি মনিটরিং ও নিশ্চিত করতে হবে।

এ সময় আজীবন সদস্য ইমাজ উদ্দিন মন্ডল (সদস্য নং ২৭৩৭) বলেন, একটি কুচক্রি মহল চক্রান্ত করে এ নির্বাচনকে বাতিল করতে চাচ্ছে। তাদের এ চক্রান্তকে ভেঙে দেয়ার জন্যই ১০ মে যথাসময়ে নির্বাচন হতে হবে। কোনোভাবেই নির্বাচন স্থগিত করা যাবে না। আহবায়ক মহোদয় আমাদের আশ্বাস দিয়েছেন যে, এ নির্বাচনের বিষয়ে তারা একমত এবং সক্রিয় আছেন। বৃহস্পতিবার (০১ মে) কমিটির মিটিং হবে। সেই মিটিংয়ে তারা সিদ্ধান্ত গ্রহণ করবে বলে জানিয়েছেন তিনি।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়