Apan Desh | আপন দেশ

একদিনে দুই জয় বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৩৪, ৩০ এপ্রিল ২০২৫

একদিনে দুই জয় বাংলাদেশের

সংগৃহীত ছবি

সিলেটে বাজেভাবে হারের পর চট্টগ্রাম টেস্টে দারুণভাবে ঘুরে দাঁড়াল বাংলাদেশ। দ্বিতীয় ও শেষ টেস্টে সফরকারী জিম্বাবুয়েকে তিন দিনেই ইনিংস ব্যবধানে হারিয়েছে শান্ত-মিরাজরা। বড়দের জয়ের দিনে শ্রীলঙ্কায় জয় তুলে নিয়েছে যুবারাও। 

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলকে ৩৯ রানে হারিয়েছে আজিজুল হাকিম তামিমের দল। 

বুধবার (৩০ এপ্রিল) কলম্বোর ক্রিকেট গ্রাউন্ড ক্লাবে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে বাংলাদেশ। বৃষ্টির কারণে ৫০ ওভারের ম্যাচ নেমে আসে ২৮ ওভারে। ব্যাট করতে নেমে দলীয় ২০ রানের মাথায় প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ক্যাচ আউট হয়ে সাজঘরে ফেরার আগে ৬ রান করেছেন কালাম সিদ্দিকী। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান জাওয়াদ আবরার এদিন দুর্ভাগ্যজনক রানআউটের ফাঁদে পড়েন। তার ব্যাট থেকে এসেছে ৩৫ বলে ৩৮ রান। 

আরও পড়ুন>>>মিরাজের দুর্দান্ত সেঞ্চুরিতে রানের পাহাড়ে বাংলাদেশ

শেষ পর্যন্ত ২ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৪৪ রানের পুঁজি দাঁড় করায় ইয়াং টাইগাররা। ৮৪ বলে ৬৭ রানে অপরাজিত থাকেন অধিনায়ক আজিজুল হাকিম তামিম। এ ছাড়া ৩৮ বলে ২৪ রানে টিকে ছিলেন রিজান। 

রান তাড়া করতে নেমে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে পড়ে স্বাগতিক লঙ্কানরা। দলীয় ৫১ রানেই টপঅর্ডারের ৫ ব্যাটারকে হারিয়ে ফেলে তারা। আবারও বৃষ্টি হানা দেয়ার আগে ২২ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২০ রান তুলতে পারে শ্রীলঙ্কা। এরপর আর খেলা চালিয়ে নেওয়া সম্ভব হয়নি। বৃষ্টি আইনে ৩৯ রানের জয় পেয়েছে বাংলাদেশ। 

যুবা টাইগারদের হয়ে দুটি করে উইকেট শিকার করেছেন আল ফাহাদ ও আজিজুল হাকিম তামিম। এ জয়ে ছয় ম্যাচ সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল সফরকারীরা। 

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়