
ডা. দীপু মনি। ফাইল ছবি
জুলাই-আগস্টে গণহত্যার অভিযোগে আটক সাবেক মন্ত্রী ডা. দীপু মনি প্যারোলে মুক্তি চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন করেছেন।
বুধবার (৩০ এপ্রিল) এ বিষয়ে শুনানির জন্য তার আইনজীবীর মাধ্যমে আদালতে উপস্থাপন করা হয়েছে। জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।
আরওপড়ুন<<>>চিন্ময় দাসের সকালে জামিন বিকেলে স্থগিত
তিনি বলেন, স্বামীর অসুস্থতায় প্যারোলে মুক্তি চেয়ে দীপু মনির আবেদনের শুনানি হয়। পরে আবেদন নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যেতে বলেন ট্রাইব্যুনাল।
জানা গেছে, আবেদনে বলা হয়, দীপু মনির স্বামী হাসপাতালে। চিকিৎসাধীন স্বামীর সেবার জন্য তাকে পাশে থাকা প্রয়োজন।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।