Apan Desh | আপন দেশ

জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জবি প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৪৬, ৩০ এপ্রিল ২০২৫

আপডেট: ১৬:০২, ৩০ এপ্রিল ২০২৫

জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রত্যাশা মজুমদার অথৈ

পুরান ঢাকার লক্ষ্মীবাজারে ছাত্রী মেস থেকে প্রত্যাশা মজুমদার অথৈ নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত অথৈ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

মঙ্গলবার (২৯ এপ্রিল) আনুমানিক সন্ধ্যা সাড়ে ৬টার দিকে লক্ষ্মীবাজারের নন্দলাল লেনের ভাড়া মেসে এ ঘটনা ঘটে।

এদিন বিকেলে সহপাঠীরা মেসের কক্ষে অথৈকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এরপর সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে নেয়া হলে সেখানের কর্তব্যরত চিকিৎসক ডা. রাজীব তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর কারণ সম্পর্কে এখনও নিশ্চিত করে কিছু জানা যায়নি। ঘটনার পর পুলিশ একজনকে আটক করেছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে।

সহপাঠীরা জানায়, মঙ্গলবার বিকেলে অথৈকে মেস থেকে তার বয়ফ্রেন্ড তাকে উদ্ধার করে প্রথমে ন্যাশনাল মেডিকেল ইন্সটিটিউট এবং পরে মিডফোর্ড হাসপাতালে নেয়। সন্দেহজনক হওয়ায় ওই যুবককে সূত্রাপুর থানায় পুলিশি হেফাজতে রাখা হয়। ওই যুবকের নাম ইয়াসিন মজুমদার(কাব্য)।

আরওপড়ুন<<>>পুনঃভর্তির সংকটে নিটারে অর্ধশতাধিক শিক্ষার্থী

ওই শিক্ষার্থীর মেসের সদস্য সোনালী সাহা বলেন, আমি মেসে ছিলাম না। ফোন পেয়ে  এসেছি হাসপাতালে।

বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ঝুমুর বলেন, মেয়েটা সাড়ে ৪টা পর্যন্ত আমার সঙ্গেই ছিলো। এরপরই শুনি আত্নহত্যা করেছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড.তাজাম্মুল হক জানান, প্রাথমিকভাবে জানা গেছে আত্নহত্যা করেছে। তবে ওই যুবককে আটক করা হয়েছে। পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আইনী প্রক্রিয়ায় পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

আপন দেশ/এমএইচ
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

টেংরাটিলায় বিস্ফোরণের ক্ষতিপূরণ পাচ্ছে বাংলাদেশ সরকারি কর্মকর্তারা হ্যাঁ/না ভোটের পক্ষে প্রচারণা চালাতে পারবেন না শেরপুরে সংঘর্ষের ঘটনায় সংশ্লিষ্ট ইউএনও-ওসিকে প্রত্যাহার পদ্মা সেচ প্রকল্প পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি তারেক রহমানের পডকাস্টে আগামীর বাংলাদেশের রোডম্যাপ শোনাবেন তারেক রহমান তারেক রহমান উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন আজ আরও ১৩ নেতা এনসিপি ছাড়লেন ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় তেহরানের প্রতি কূটনৈতিক চাপ বাড়ানোর বার্তা ট্রাম্পের ছাদখোলা বাসে ঘরে ফিরবেন সাবিনারা ভরিতে ১৬২১৩ টাকা বাড়িয়ে রেকর্ড দাম নির্ধারণ শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা জামায়াত কর্মীর নিহতের ঘটনায় সরকারের বিবৃতি ই-ভ্যাট সিস্টেমের সেবা সাময়িক বন্ধ থাকবে জরুরি প্রয়োজন ছাড়া বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের সতর্কবার্তা