Apan Desh | আপন দেশ

সারা পৃথিবীর বিপ্লবের প্রতীক আবু সাঈদ: মাহমুদুর রহমান

বেরোবি প্রতিনিধি

প্রকাশিত: ২২:৩৮, ২২ ফেব্রুয়ারি ২০২৫

সারা পৃথিবীর বিপ্লবের প্রতীক আবু সাঈদ: মাহমুদুর রহমান

মাহমুদুর রহমান

একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট সাংবাদিক ও দৈনিক আমার দেশ এর সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, ২০২৪ সালের ১৬ জুলাই আবু সাঈদ জীবন দিয়ে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়ার পরিস্থিতি তৈরি করেছেন। আবু সাঈদ জীবন দিয়ে বাঙালির মন থেকে ভয় উড়িয়ে দিয়েছেন। 

তিনি বলেন, ভাষা আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশের সকল বিপ্লবে ছাত্ররা অগ্রণী ভূমিকা রেখেছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে শহীদ আবু সাঈদ বইমেলার সমাপনী দিনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মাহমুদুর রহমান এসব কথা বলেন।

তিনি আরও বলেন, এখন থেকে শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীর প্রতীক হয়ে দাঁড়িয়েছেন শহীদ আবু সাঈদ। বিপ্লবের প্রেরণা হিসেবে আগামী প্রজন্ম চে গুয়েভারা নয়, আবু সাঈদের ছবি আঁকা গেঞ্জি গায়ে দেবে। একুশে পদকপ্রাপ্ত এ সাংবাদিক বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে পারলেই আবু সাঈদের আত্মত্যাগ স্বার্থক হবে।

সভায় সভাপতিত্ব করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন স্টিডফাস্ট কুরিয়ারের প্রতিষ্ঠাতা ও সিইও কে এম রিদওয়ানুল বারী জিয়ন।

আলোচনা সভায় শহীদ আবু সাঈদ বইমেলা আয়োজক কমিটির আহবায়ক প্রফেসর ড. মো. ইলিয়াছ প্রামানিকের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক প্রফেসর ড. মো. তাজুল ইসলাম। 

আলোচনা সভা শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিদেরকে নিয়ে শহিদ আবু সাঈদ বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন উদ্যোগে প্রথমবারের মতো পাঁচ দিনব্যাপী এ বইমেলা পর্যন্ত অনুষ্ঠিত হয়।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়