Apan Desh | আপন দেশ

আরও বাড়ল স্বর্ণের দাম

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:৩১, ৬ জানুয়ারি ২০২৬

আপডেট: ২১:৩১, ৬ জানুয়ারি ২০২৬

আরও বাড়ল স্বর্ণের দাম

ফাইল ছবি

বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও বেড়ে এক সপ্তাহের সর্বোচ্চে পৌঁছেছে। একই সঙ্গে বেড়েছে রুপা, প্লাটিনামের মতো অন্যান্য মূল্যবান ধাতুর দামও। ফেডারেল রিজার্ভ কর্মকর্তাদের মন্তব্যে সুদের হার কমানোর সম্ভাবনা বাড়ার পাশাপাশি ভেনেজুয়েলার রাজনৈতিক উত্তেজনায় বিনিয়োগকারীরা নিরাপদ আশ্রয়ের দিকে ঝুঁকছেন। যার সরাসরি প্রভাব পড়েছে মূল্যবান ধাতুর বাজারে।

মঙ্গলবার (০৬ জানুয়ারি) গ্রিনিচ মান সময় অনুযায়ী সকাল ১১টা ৩৫ মিনিটে স্পট গোল্ডের দাম প্রতি আউন্সে ০.৩ শতাংশ বেড়ে দাঁড়ায় ৪ হাজার ৪৬১ দশমিক ০৯ ডলার। আগের সেশনে স্বর্ণের দাম প্রায় ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছিল।

গত ২৬ ডিসেম্বর স্বর্ণের দাম সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে প্রতি আউন্স ৪ হাজার ৫৪৯ দশমিক ৭১ ডলারে। ২০২৫ সালের শেষে স্বর্ণের বার্ষিক মূল্যবৃদ্ধি দাঁড়িয়েছে ৬৪ শতাংশে, যা ১৯৭৯ সালের পর থেকে সবচেয়ে ভালো বার্ষিক পারফরম্যান্স হিসেবে বিবেচিত হচ্ছে। 

আরও পড়ুন<<>>একদিনের ব্যবধানে স্বর্ণের দামে ফের উত্থান

এদিকে যুক্তরাষ্ট্রের ফিউচার বাজারেও স্বর্ণের দাম বেড়েছে। ফেব্রুয়ারি মাসে সরবরাহের জন্য ইউএস গোল্ড ফিউচার্সের দাম ০.৩ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি আউন্স ৪ হাজার ৪৬২ দশমিক ৬০ ডলারে পৌঁছেছে।

রয়টার্সের এক প্রতিবেদনে বিশ্লেষকের বরাতে বলা হয়, ভেনেজুয়েলা পরিস্থিতি ঘিরে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক পদক্ষেপ বিশ্ব রাজনীতিতে অনিশ্চয়তা বাড়িয়েছে। এর পাশাপাশি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ভবিষ্যতে সুদহার কমাতে পারে এমন প্রত্যাশা বিনিয়োগকারীদের স্বর্ণমুখী করছে। এসব কারণ মিলিয়ে স্বর্ণের বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় রয়েছে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়