Apan Desh | আপন দেশ

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা গুলিতে হত্যা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ০০:০৯, ৮ জানুয়ারি ২০২৬

আপডেট: ০৯:২৩, ৮ জানুয়ারি ২০২৬

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা গুলিতে হত্যা

আজিজুর রহমান মোদাব্বির। ছবি: সংগৃহীত

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বিরকে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার (০৭ জানুয়ারি) রাত সোয়া ৮টার দিকে রাজধানীর বসুন্ধরা মার্কেটের পেছনে তেজতুরি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় সুফিয়ান বেপারি মাসুদ (৫০) নামে আরেকজন গুলিবিদ্ধ হয়েছেন। তার পাঁজরে গুলি লেগেছে। তিনি কারওয়ান বাজার ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক। সুফিয়ান বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনার প্রতিবাদে রাতে  কারওয়ান বাজারে সার্ক ফোয়ারা মোড় অবরোধ করে বিক্ষোভ হয়। 

ডিএমপির তেজগাঁও বিভাগের এডিসি ফজলুল করিম সমকালকে বলেন, স্টার কাবাবের পাশের ওই গলিতে দুজনকে গুলি করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় মোছাব্বিরকে উদ্ধার করে নিকটস্থ বিআরবি হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার পেটে তিন রাউন্ড গুলি লেগেছিল। এ ঘটনায় সুফিয়ান বেপারি মাসুদ নামে আরেকজন গুলিবিদ্ধ হয়েছেন।
 
স্বেচ্ছাসেবক দল নেতাকে হত্যার প্রতিবাদে কারওয়ান বাজারে সার্ক ফোয়ারা মোড় অবরোধ করে বিক্ষোভ।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২৬ নম্বর ওয়ার্ড (কারওয়ান বাজার এলাকা) বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ মিলন বলেন, মোছাব্বিরের গ্রামের বাড়ি শরীয়তপুর জেলায়। তবে তিনি বসুন্ধরা সিটির পেছনে কাজীপাড়া এলাকায় নিজের বাড়িতে পরিবার নিয়ে বাস করতেন। বুধবার সন্ধ্যার পর মোছাব্বির শরীয়তপুরের বিএনপি ও এর অঙ্গসংগঠনের অন্তত ৪০ জন নেতাকর্মী নিয়ে স্টার কাবাবের দোতলায় বৈঠক করেন। বৈঠক শেষে রাত ৮টার দিকে প্রায় সবাই চলে যান। কিছুক্ষণ পর মোছাব্বির, মাসুদ, নুরুল আলম ও আমি স্টার কাবাবের সামনে দাঁড়াই। এ সময় একটি মাইক্রোবাস এসে সেখানে থামে। ওই মাইক্রোবাস থেকে লক্ষ্মীপুর বিএনপির এক নেতা নেমে মোছাব্বিরের সঙ্গে কথা বলেন। তিনি ওয়াসা যাবেন বলে জানান মোছাব্বিরকে জানান। তখন ওই নেতার সঙ্গে আমাকে ও নুরুল আলমকে ওয়াসা ভবনে যেতে বলেন মোছাব্বির।

  
মিলন আরও বলেন, আমরা যাওয়ার ৫ মিনিট পরই মাসুদ ফোন করে গুলিবিদ্ধ হওয়ার খবর জানান। এরপরই আমরা ছুটে এসে দুটি ভ্যানে দুজনকে নিয়ে বিআরবি হাসপাতালে যাই। সেখান থেকে মাসুদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

জোবায়ের হোসেন জাবেদ নামে আরেকজন বলেন, ‘গুলির পর ঘটনাস্থলে ছুটে যাই। আশপাশের লোকজন বলছিল, মোটরসাইলে এসে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

পুলিশ জানায়, রাত আনুমানিক ৮টা ১০ মিনিটে তেজগাঁও থানাধীন পশ্চিম তেজতুরি বাজার এলাকায় অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি আগ্নেয়াস্ত্র দিয়ে আজিজুল হক মোছাব্বিরকে গুলি করে। প্রাথমিকভাবে তাকে উদ্ধার করে বিআরবি হাসপাতালে নেয়া হয়। হাসপাতালে ভর্তি হওয়ার পর সেখানে তার দলীয় নেতাকর্মীদের অবস্থান করতে দেখা গেছে। গুলিবিদ্ধ নেতার ভর্তির ঘটনায় বিআরবি হাসপাতালের সামনে বিএনপির নেতা-কর্মীদের উপস্থিতিতে রাস্তা সম্পূর্ণ ব্লক হয়ে গেছে। ৫০-৬০জন নেতাকর্মী তাদের দাবি দাওয়া নিয়ে সোনারগাঁও ক্রসিং এর ইনকামিং এ অবস্থান নিয়েছে। সোনারগাঁও ক্রসিং এর ইনকামিং বন্ধ আছে।

পুলিশের একজন কর্মকর্তা বলেন, আশপাশের ফুটেজ বিশ্লেষণ করা হবে। হত্যার কারণ সম্পর্কে এখনই কোনও তথ্য পাওয়া যায়নি।

আপন দেশ/এবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়