Apan Desh | আপন দেশ

নির্বাচন উপলক্ষে ৭ দিন মাঠে থাকবে আইন-শৃঙ্খলা বাহিনী

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৬:২৬, ৭ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৬:২৭, ৭ জানুয়ারি ২০২৬

নির্বাচন উপলক্ষে ৭ দিন মাঠে থাকবে আইন-শৃঙ্খলা বাহিনী

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ও গণভোট ঘিরে এবার আইনশৃঙ্খলা বাহিনী ৭ দিনের জন্য মোতায়েন করা হবে । আইন-শৃঙ্খলা বাহিনী আগামী ৮ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত।

বুধবার (০৭ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এ-সংক্রান্ত পরিপত্র থেকে বিষয়টি জানানো হয়।

পরিপত্রে বলা হয়েছে, নির্বাচনে আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন হবে ৮ ফেব্রুয়ারি। নিয়োজিত থাকবে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত, মোট ৭ দিন। 

আরও পুড়ন<<>>নিরপেক্ষ নির্বাচন চায় অবসরপ্রাপ্ত আমলারা

এছাড়া মেট্রোপলিটন এলাকার বাইরে প্রতি ভোটকেন্দ্রে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য থাকবেন ১৫–১৬ জন। গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রে ১৭–১৮ জন। মেট্রোপলিটন এলাকায় প্রতি সাধারণ ভোটকেন্দ্রে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য থাকবেন ১৬ জন। গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) ভোটকেন্দ্রে থাকবে ১৭ জন।

দুর্গম ও বিশেষ এলাকায় সাধারণ ভোটকেন্দ্রে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য থাকবেন ১৬–১৭ জন। আর গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রে থাকবে ১৭ থেকে ১৮ জন।
ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত সময়ে।

প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত।

আর জাতীয় নির্বাচনের ভোট গ্রহণ হবে আগমী ১২ ফেব্রুয়ারি।
আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়