Apan Desh | আপন দেশ

আমি লজ্জিত সমাজ-বউয়ের কাছে: জোভান

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২১:২৮, ৭ জানুয়ারি ২০২৬

আমি লজ্জিত সমাজ-বউয়ের কাছে: জোভান

ফাইল ছবি

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। ফেসবুকে ভিডিও বার্তায় হাজির হয়ে এ অভিনেতা অনুতাপ ও দুঃখ প্রকাশ করেছেন।

সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়ে নিজের প্রেমজীবনের কথা তুলে ধরেন জোভান। সেখানে তিনি বলেছিলেন, সম্পর্কটা খুব অল্প সময়ের ছিল। কিন্তু শেষ হয়ে যাওয়ার পর মনে হয়েছিল সব কিছু ভেঙে পড়ছে। এমনও হয়েছে- মাঝরাস্তায় দাঁড়িয়ে শিশুর মতো কেঁদেছি।

এ কথাগুলোকে স্ক্রিপ্টেড উল্লেখ করে জোভান বুধবার (০৭ জানুয়ারি) নিজের ফেসবুক পেজে এক ভিডিও বার্তা দেন। বিষয়টি নিয়ে জোভান বলেন, রিসেন্টলি একটি সাক্ষাৎকারে আমি কিছু ভুল কথা বলেছি। 

আরও পড়ুন<<>>নতুন লুকে ভক্তদের সামনে তাহসানপত্নী রোজা

যে কারণে আমি আজ সবার সামনে বলতে চাই, যে কথাগুলো আমি বলেছি, সেটি মন থেকে আসেনি। এ কথাগুলো স্ক্রিপটেড ছিল। এগুলো সাজানো ছিল।

জোভান দাবি করেন, আমি সেদিন অনুষ্ঠানে যা বলেছি, সেগুলো শিখিয়ে দেয়া হয়েছিল। আমি আসলে অনুষ্ঠানে একটু বেশিই বলে ফেলেছি। এগুলো বলা আমার ঠিক হয়নি।

দুঃখ প্রকাশ করে জোভান আরও বলেন, দুঃখিত, আমার অতটা বলা ঠিক হয়নি। বেশি বলায় আমি অনুতপ্ত, খুবই লজ্জিত সমাজ ও বউয়ের কাছে। আমি আশা করি, আমার বউ আমাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবে।

এখানেই শেষ নয়, ভিডিওতে দেখা গেছে তার স্ত্রী সাজিন আহমেদ নির্জনাকে। শেষ প্রান্তে এসে মজা করে স্ত্রীর দিকে তাকিয়ে জোভান বলেন, আর তো কিছু বলার নাই, সবই বলেছি। 

জোভান এ কথা বলার সময় হাতে একটা চিরকুট দেখে পড়ছিলেন। এ সময় পাশে তার স্ত্রী বসেছিলেন। কথা বলার সময় ভুলে যাওয়ার ব্যাপার চলে আসছিল- এ সময় স্ত্রীসহ জোভান হেসে ওঠেন। ধারণা করা হচ্ছে, কনটেন্ট বানানোর জন্যই এ ভিডিও করা হয়েছে।

তবে মজার ছলে হলেও এ বিষয়টিকে নেটিজেনরা ইতিবাচকভাবে নিচ্ছেন না। অনেকেই বলছেন, এসব নিয়ে সাধারণ মানুষকে বোকা বানানোর চেষ্টা করা মোটেও ঠিক নয়।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়