Apan Desh | আপন দেশ

অটোচালক আকরাম হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:২৯, ১৭ সেপ্টেম্বর ২০২৫

অটোচালক আকরাম হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ২

ছবি: সংগৃহীত

রাজধানীর কামরাঙ্গীরচরে অটোরিকশা চালক আকরাম হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় দুইজনকে গ্রেফতারও করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, মো. জীবন (২১) ও মো. আশিক (২২)। বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মল্লিক আহসান উদ্দিন সামী।

তিনি বলেন, গত ১১ সেপ্টেম্বর রাত ৩টা ৫ মিনিটে কামরাঙ্গীরচরের মুন্সিহাটি মুড়ির ফ্যাক্টরির সামনে যাত্রী সেজে অভিযুক্তরা অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা করেন। প্রথমে আকরামের কাছ থেকে নগদ দেড় হাজার টাকা ছিনিয়ে নেন। পরে ওই ছিনতাইকারীরা অটোরিকশা নেয়ার চেষ্টা করলে আকরাম বাধা দিলে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন।

আরওপড়ুন<<>>শিশু বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক কারাগারে

এ সময় আকরামের চিৎকারে তারা পালিয়ে যান। পরে স্থানীয়রা আকরামকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে ওই দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ঘটনার পর নিহতের ভাই জহিরুল ইসলাম বাদী হয়ে কামরাঙ্গীরচর থানায় একটি হত্যা মামলা করেন। মামলার তদন্তে পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ ও তথ্য-প্রযুক্তির সহায়তায় সন্দেহভাজনদের চিহ্নিত করে।

ডিসি মল্লিক আহসান বলেন, মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) চকবাজার এলাকায় অভিযান চালিয়ে মো. জীবন ও মো. আশিককে গ্রেফতার করে পুলিশ। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি সুইচ গিয়ার ও অপরাধের সময় পরিহিত পোশাক উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতরা আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়