Apan Desh | আপন দেশ

ডিএসসিসিতে কোটি টাকা আত্মসাতের সত্যতা পেয়েছে দুদক

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশিত: ১৭:৩১, ৭ সেপ্টেম্বর ২০২৫

ডিএসসিসিতে কোটি টাকা আত্মসাতের সত্যতা পেয়েছে দুদক

ফাইল ছবি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)-এর গাড়ির জ্বালানি খাতে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগের প্রাথমিক সত্যতা খুঁজে পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (০৭ সেপ্টেম্বর) দুদক এক অভিযান চালিয়ে এ দুর্নীতির প্রমাণ পেয়েছে।

আজ দুপুরের দিকে দুদকের সহকারী পরিচালক ইকরাম হোসেনের নেতৃত্বে দুই সদস্যের একটি দল প্রায় চার ঘণ্টা ডিএসসিসির প্রধান কার্যালয় নগর ভবনে অভিযান চালায়।

আরও পড়ুন>>>‘আমার বাড়ি ভেঙে যদি দেশে শান্তি স্থাপন হয়, আমি রাজি’

অভিযানে নথিপত্র জব্দ করা হয়। গাড়িচালকদের জিজ্ঞাসাবাদ করা হয়। দুদক সূত্র বলছে, জব্দ করা নথি ও গাড়িচালকদের জিজ্ঞাসাবাদে গাড়ির জ্বালানি বিলে অনিয়মের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। গাড়িচালক থেকে ঊর্ধ্বতন কর্মকর্তা পর্যন্ত এ দুর্নীতিতে জড়িত।

দুদকের সহকারী পরিচালক ইকরাম হোসেন জানান, 'নগর ভবন ৪০ দিন বন্ধ, তবু কোটি টাকার তেল খরচ' শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনের সূত্র ধরে তারা এ অভিযান চালান। এ অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এখন এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন কমিশনে জমা দেয়া হবে। এরপর কমিশন পরবর্তী আইনি পদক্ষেপ নেবে।

ডিএসসিসি'র এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, দুদক তাদের কার্যালয় থেকে অনেক গুরুত্বপূর্ণ নথি নিয়ে গেছে।

আপন দেশ/এমবি
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়