Apan Desh | আপন দেশ

আইএফআইসির ৯ কর্তা দুদকের মুখোমুখি, ২৩৭৫ কোটি টাকা লোপাট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৩৮, ১৯ মার্চ ২০২৫

আপডেট: ২১:৪৯, ১৯ মার্চ ২০২৫

আইএফআইসির ৯ কর্তা দুদকের মুখোমুখি, ২৩৭৫ কোটি টাকা লোপাট

ফাইল ছবি

অস্তিত্ববিহীনচার প্রতিষ্ঠানকে ২ হাজার ৩৭৫ কোটি টাকা ঋণ দিয়েছে আইএফআইসি ব্যাংক। নিয়েছে ব্যাপক অনিয়মের আশ্রয়। এতে জড়িত ছিলেন ব্যাংকের তৎকালীন ৯ কর্মকর্তা। তাদের জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন দুদক।

আগামীকাল বৃহস্পতিবার ৫জনকে জ্ঞিাসাবাদ করা হবে। দুদকের উপপরিচালক ইয়াসির আরাফাতের সমন্বয়ে গঠিত টিম তাদের জ্ঞিাসাবাদ করবেন। এর আগে আজ বুধবার (১৯ মার্চ) ৪ জনকে জিজ্ঞাসাবাদ করা ডাকা হয়। 

দুদক উপপরিচালক ইয়াসির আরাফাত আপন দেশকে নিশ্চিত করেন, আইএফআইসি ব্যাংকের ৪ কর্মকর্তা আজ হাজির হয়েছিলেন। 

দুদক সূত্রে জানা যায়, গত সরকার আমলে ব্যাংটির প্রধান কার্যালযয়ের শীর্ষ ও দায়িত্বপ্রাপ্ত ৯ কর্মকর্তার যোগসাজসে দুর্নীতির আশ্রয়ে ঋণ গ্রহণের চার প্রতিষ্ঠানকে ২হাজার ৩৭৫ কোটি টাকা ঋণ দেয়া হয়। প্রতিষ্ঠানগুলো হলো- এভারেস্ট এন্টাররপ্রাইজ লিমিটেড, গ্রোয়িং কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড, ভিস্তা ইন্টারন্যাশনাল লিমিটেড এবং স্কাইমার্ক ইন্টারন্যাশনাল লিমিটেড।  

ভয়ঙ্কর বিষয় হলো এসব ঋণের বিপরীতে কোনো জামানত নেয়া হয়নি। ছয় মাসের ব্যাবধানে তাদের ঋণের অর্থ দ্বিগুণ করা হয়। আইএফআইসি ব্যাংকের মালিক গত স্বৈরাচার সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। তিনি বর্তমানে কারান্তরীন।

আজ বুধবার যাদের ডাকা হয়েছিল তারা হলেন- ১) শাহ মো: মইন উদ্দিন, ডিএমডি এন্ড সিসিও, প্রধান কার্যালয়, ঢাকা, ২) ইকবাল পারভেজ চৌধুরী, ডিএমডি, সিসিও এন্ড সিআরও, প্রধান কার্যালয়, ঢাকা, ৩) মোঃওয়াসীম আলম, ম্যানেজার, কর্পোরেট (ইউনিট-০২), প্রধান কার্যালয়, ঢাকা ও ৪) তাসলিমা আক্তার, রিলেশনশীপ ম্যানেজার (পরবর্তীতে চীফ মানেজার), প্রিন্সিপাল শাখা। 

বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদ যাদের জিজ্ঞাসাবাদ করা হবে তারা হলেন- ১) সালমান মাহবুব, রিলেশনশীপ ম্যানেজার, প্রিন্সিপাল শাখা, ২) মাসুদা বেগম, ক্রেডিট ম্যানেজার, প্রধান কার্যালয়, ৩) সরদার মো: মোমিনুল ইসলাম, রিলেশনশীপ ম্যানেজার, প্রিন্সিপাল শাখা, ৪) জুলফিকার আলী চোকদার, চীফ ম্যানেজার, প্রিন্সিপাল শাখা ও ৫) নাজমুল হক, চীফ ম্যানেজার, প্রিন্সিপাল শাখা।

গত ৪ মার্চ, দুদক এ কর্মকর্তাদের তলব করে জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট এবং প্রাসঙ্গিক অন্যান্য নথির কপিসহ তাদের কাছে হাজির হতে বলে।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

টেংরাটিলায় বিস্ফোরণের ক্ষতিপূরণ পাচ্ছে বাংলাদেশ সরকারি কর্মকর্তারা হ্যাঁ/না ভোটের পক্ষে প্রচারণা চালাতে পারবেন না শেরপুরে সংঘর্ষের ঘটনায় সংশ্লিষ্ট ইউএনও-ওসিকে প্রত্যাহার পদ্মা সেচ প্রকল্প পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি তারেক রহমানের পডকাস্টে আগামীর বাংলাদেশের রোডম্যাপ শোনাবেন তারেক রহমান তারেক রহমান উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন আজ আরও ১৩ নেতা এনসিপি ছাড়লেন ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় তেহরানের প্রতি কূটনৈতিক চাপ বাড়ানোর বার্তা ট্রাম্পের ছাদখোলা বাসে ঘরে ফিরবেন সাবিনারা ভরিতে ১৬২১৩ টাকা বাড়িয়ে রেকর্ড দাম নির্ধারণ শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা জামায়াত কর্মীর নিহতের ঘটনায় সরকারের বিবৃতি ই-ভ্যাট সিস্টেমের সেবা সাময়িক বন্ধ থাকবে জরুরি প্রয়োজন ছাড়া বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের সতর্কবার্তা