Apan Desh | আপন দেশ

তেঁতুলিয়ায় অবৈধ ড্রেজারবিরোধী অভিযান

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশিত: ১০:৪৫, ১১ জানুয়ারি ২০২৬

আপডেট: ১২:০৭, ১১ জানুয়ারি ২০২৬

তেঁতুলিয়ায় অবৈধ ড্রেজারবিরোধী অভিযান

ছবি : আপন দেশ

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সমতল ভূমি থেকে অবৈধভাবে পাথর ও বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। উপজেলার দেবনগর ইউনিয়নের বানিয়াপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।

শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম আকাশ। তাকে সহযোগিতা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজ শাহীন খসরু।  

উপজেলা প্রশাসন সূত্র জানায়, বানিয়াপাড়া এলাকায় কৃষি জমি নষ্ট করে পরিবেশ বিধ্বংসী মোডিফাইড ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে পাথর ও বালু উত্তোলন করা হচ্ছিল। খবর পেয়ে দ্রুত অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

আরও পড়ুন<<>>টানা ৩ দেশের সর্বনিম্ন তাপমাত্রা যে জেলায়

অভিযানকালে ১টি অবৈধ মোডিফাইড ড্রেজার মেশিন, ১টি পাম্প ও বিপুল পরিমাণ পাইপসহ আনুসঙ্গিক মালামাল জব্দ করা হয়। জব্দকৃত সরঞ্জামের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা। অভিযানের সময় অবৈধ ড্রেজার মেশিনের মালিকরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।

তবে অভিযুক্তদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের জন্য তেঁতুলিয়া মডেল থানা পুলিশকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে।

অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার স্থানীয় জনসাধারণের সঙ্গে কথা বলেন এবং অবৈধ পাথর উত্তোলনের ফলে পরিবেশ ও কৃষিজমির যে ক্ষতি হচ্ছে, তা রুখতে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান জানান।

অভিযানে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য, গ্রাম পুলিশ এবং ময়নাগুড়ি বিওপি ক্যাম্পের বিজিবি সদস্যরা সহযোগিতা করেন। পরিবেশ রক্ষায় প্রশাসনের এমন কঠোর অবস্থানকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়