ছবি : আপন দেশ
পঞ্চগড়ে টানা ৩ দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে। কখনো মৃদ্যু শৈত্যপ্রবাহ আবার কখনো মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে দেখা গেছে। সেইসঙ্গে অনুভূত হচ্ছে হাড় কাঁপানো কনকনে ঠান্ডা।
রোববার (১১ জানুয়ারি) সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। এ সময় বাতাসের আদ্রতা ছিল ৯০ শতাংশ। আর বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৮-১০ কিলোমিটার।
শনিবার (১০ জানুয়ারি) ৮ দশমিক ৩ ডিগ্রি এবং শুক্রবার (০৯ জানুয়ারি) ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছিল।
সরেজমিনে দেখা গেছে, জেলার ওপর দিয়ে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে গেলেও সকাল থেকেই দেখা মিলেছে সূর্যের। তবে রাত থেকে পরদিন সকাল পর্যন্ত জেলো জুড়ে থাকছে কুয়াশা। সঙ্গে বইছে পাহাড়ি হিম বাতাস। সূর্যের আলো ছড়াতেই জেলায় খানিকটা স্বস্থি নেমে এসেছে।
আরও পড়ুন : শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় গণমাধ্যমকে বলেন, ‘শীতের এই সময়ে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ১৮-২০ ডিগ্রির ঘরে ওঠানামা করছে। একইসঙ্গে রাত ও দিনে উত্তর-পশ্চিম থেকে বয়ে আসা পাহাড়ি হিম বাতাসে কনকনে শীত অনুভূত হচ্ছে।’
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































