ছবি: আপন দেশ
সুনামগঞ্জের বিভিন্ন হাওরে ৩০ নভেম্বর পিআইসি গঠন এবং ১৫ ডিসেম্বর বাধেঁর কাজ শুরু করার সময় নির্ধারণ করে দেয় হয়। একই সঙ্গে আগামী ২৮ ফেব্রুয়ারীর মধ্যে সকল বাধেঁর কাজ শেষ করতে হবে। কাজের শুরু ও শেষের সময় নির্ধারণ করে দেয়া হলেও ২০দিনেও হাওরগুলোতে বাঁধের কাজ শুরু হয়নি। বাঁধের কাজ শুরু না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে হাওর বাঁচাও আন্দোলন নামের এক সংগঠন।
মঙ্গলবার (০৬ জানুয়ারি) দুপুরে উদ্বিগ্ন কৃষকদের স্বার্থে হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে সুনামগঞ্জ শহরের শহীদ জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্র মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক বিজন সেন রায়।
আরও পড়ুন<<>>সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না আজ
লিখিত বক্তব্যে তিনি বলেন,এ জেলার মানুষের জীবন জীবিকার একমাত্র অবলম্বন বোরো জমির ফসল। সরকার প্রতিবছর জেলার ফসল রক্ষাঁর জন্য শতকোটি টাকার উপরে বরাদ্দ দিয়ে থাকেন। কিন্তু সরকারের নীতিমালা অনুযায়ী বিভিন্ন হাওরে ৩০ নভেম্বর পিআইসি গঠন এবং ১৫ ডিসেম্বর বাঁধের কাজের উদ্বোধন করে এবং আগামী ২৮ ফেব্রুয়ারীর মধ্যে সকল বাঁধের কাজ শেষ করার কথা রয়েছে। র্দূভাগ্যেজনক হলেও সত্য, কাজের উদ্বোধনের ২০ দিন পেরিয়ে গেলেও নিয়ম রক্ষার পিআইসির অনুমোদন দেয়া হয়েছে। বাস্তবে এখনও বিভিন্ন উপজেলায় পিআইসি গঠনের কাজ পুরোপুরি শেষ না হওয়াতে ওয়ার্ক অর্ডার দিতে বিলম্ব হচ্ছে। জেলার দিরাই, শাল্লা, ধর্মপাশা, মধ্যনগর, জামালগঞ্জ, তাহিরপুর ও শান্তিগঞ্জসহ বিভিন্ন উপজেলায় অধিকাংশ পিআইসি গঠনের প্রক্রিয়া শেষ না হওয়াতে বাঁধের কাজ শুরু হয়নি। নির্ধারিত আগামী ২৮ ফেব্রুয়ারীর মধ্য সিকিভাগ বাঁধের কাজ বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা কম। ফলে এবারও কৃষকদের সোনালী ফসল রক্ষা করা কঠিন হয়ে পরবে বলে মনে করেন নেতৃবৃন্দরা।
এ জেলায় দু’লাখ কৃষকের ফলানো ধান কেবল হাওরের নয়, দেশের খাদ্য নিরাপত্তার চালিকাশক্তি। কিন্ত পিআইসি গঠনে একটা সিন্ডিকেট জড়িত থাকায় কমিটি গঠনে বিলম্ব এবং অনিয়ম দুর্নীতি থাকায় বাঁধের কাজে গাফলতি রয়েছে বলে মনে করছেন সংগঠনের নেতৃবৃন্দরা। অসময়ে তড়িঘড়ি করে বাঁধের কাজ শুরু করলে টেকসই বাঁধ নির্মাণ হবে না। ফলে অল্প বৃষ্টিপাতে অকাল বন্যায় কৃষকদের কষ্টার্জিত সোনালী ফসল তলিয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দেবে।
এ সময় উপস্থিত ছিলেন হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি অ্যাডভোকেট স্বপন কুমার দাস রায়,সংগঠনের উপদেষ্টা চিত্তরঞ্জন তালুকদার,যুগ্ম সাধারন সম্পাদক অ্যাড. খলিল রহমান, একে কুদরত পাশা,দফতর সম্পাদক আনোয়ারুল হক,সদস্য ইসমাইল মিয়া,ও জেলা কমিটির সহ সভাপতি আলী নুর। এ সময় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সভাপতি ও মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাস,নিউজ টুয়েন্টিফোরের পতিনিধি মো. বুরহান উদ্দিন প্রমুখ।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































