Apan Desh | আপন দেশ

গাজীপুর-৩ আসনে জামায়াত প্রার্থী ড. জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র জমা

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৭:১৫, ২৯ ডিসেম্বর ২০২৫

গাজীপুর-৩ আসনে জামায়াত প্রার্থী ড. জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র জমা

ছবি: আপন দেশ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিয়েছেন ড. জাহাঙ্গীর আলম। তিনি গাজীপুর-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী। বর্তমানে তিনি গাজীপুর জেলা জামায়াতের আমীর হিসেবে দায়িত্ব পালন করছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ২টায় তিনি মনোনয়নপত্র জমা দেন। গাজীপুরে সহকারী রিটার্নিং অফিসার সজীব আহমেদের কার্যালয়ে গিয়ে তিনি এ প্রক্রিয়া সম্পন্ন করেন। এ সময় নির্বাচন কমিশনের নির্ধারিত সব নিয়ম পালন করা হয়। মনোনয়নপত্র জমার সময় কার্যালয় এলাকায় বেশ শান্তিপূর্ণ পরিবেশ দেখা গেছে।

মনোনয়নপত্র দাখিলের সময় ড. জাহাঙ্গীর আলমের সঙ্গে এনসিপি, খেলাফতে মজলিশের নেতাকর্মীদের পাশাপাশি গাজীপুর-৩ সংসদীয় আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা মনোনয়ন দাখিল প্রক্রিয়ায় অংশগ্রহণের মাধ্যমে প্রার্থীর প্রতি সমর্থন ও সংহতি প্রকাশ করেন।

আরও পড়ুন>>>মনোনয়নপত্র জমা দিয়ে যে বার্তা দিলেন মির্জা ফখরুল

মনোনয়নপত্র দাখিল শেষে দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী ড. জাহাঙ্গীর আলম বলেন, বাংলাদেশে বর্তমানে যে আধিপত্যবাদবিরোধী জাতীয় ঐক্য গড়ে উঠেছে, জামায়াতে ইসলামী সেই ঐক্যকে ধারণ করেই আগামীর রাজনৈতিক পথচলায় এগিয়ে যেতে চায়। দেশের জনগণ একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রত্যাশা করছে, সে প্রত্যাশা পূরণে তারা সর্বাত্মকভাবে কাজ করে যাবেন।

ড. জাহাঙ্গীর আলম আরও বলেন, একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের প্রকৃত মতামত প্রতিফলিত হলে দেশ ন্যায় ও ইনসাফভিত্তিক একটি কল্যাণরাষ্ট্রের দিকে অগ্রসর হতে পারবে। এ লক্ষ্য বাস্তবায়নে দেশের মানুষ ঐক্যবদ্ধ রয়েছে।

তিনি বলেন, জনগণের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতার মধ্য দিয়েই দেশের রাজনৈতিক সংকট উত্তরণ সম্ভব। আগামীর বাংলাদেশ একটি শান্তিপূর্ণ ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে উঠবে-এমন বিশ্বাস থেকেই জামায়াতে ইসলামী নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নিচ্ছে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়