ছবি: আপন দেশ
শুভ বড়দিন উদযাপনকে সামনে রেখে কালীগঞ্জে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)। উৎসবকে শান্তিপূর্ণ, আনন্দঘন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় অনুষ্ঠান আসন্ন শুভ বড়দিন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এটিএম কামরুল ইসলাম।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, বাংলাদেশ খ্রিস্টান ফোরামের জাতীয় কেন্দ্রীয় কমিটির মহাসচিব অনিল লিও কস্তা, ভাইস প্রেসিডেন্ট ডিউক পি-রোজারিও, খ্রিস্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতর প্রধান, বিভিন্ন গির্জার প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ প্রমুখ।
আরও পড়ুন<<>>মাচায় লাউ চাষে কালীগঞ্জের গ্রামীণ অর্থনীতিতে নতুন সম্ভাবনা
মতবিনিময় সভায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রতিনিধিরা বড়দিন উদযাপন সংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরেন এবং সার্বিক নিরাপত্তা, শোভাযাত্রা ও ধর্মীয় অনুষ্ঠান নির্বিঘ্ন করার বিষয়ে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
সভায় ইউএনও আশ্বস্ত করে বলেন, বড়দিন উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এবং যে কোনো সমস্যা দ্রুত সমাধানে প্রশাসন পাশে থাকবে। বড়দিন শুধু খ্রিস্টান সম্প্রদায়ের নয়, এটি সাম্প্রদায়িক সম্প্রীতির একটি গুরুত্বপূর্ণ প্রতীক। সকল ধর্মের মানুষ যেন নিজ নিজ ধর্মীয় উৎসব নিরাপদ ও শান্তিপূর্ণভাবে পালন করতে পারে, সে বিষয়ে উপজেলা প্রশাসন সর্বোচ্চ সহযোগিতা করবে। নিরাপত্তা নিয়ে কোন শঙ্কা নেই। সড়কে যানযট নিরসনে ব্যবস্থা নেয়া হবে। এবারের বড়দিন প্রতিবারের মতো উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে এবং প্রশাসনের পক্ষ হতে সর্বাত্মক সহযোগিতা থাকবে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































