ছবি: আপন দেশ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪ (সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর ) আসনে খেলাফত মজলিস মনোনীত দেওয়াল ঘড়ি প্রতীকের প্রার্থী মাওলানা আমিরুল ইসলামের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার সহ সাধারণ সম্পাদক প্রিন্সিপাল হাফিজ মাওলানা মুহিব্বুর রহমান শিবলুর নেতৃত্বে সুনামগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয় থেকে এ মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট শালিস ব্যক্তিত্ব ডা. আবুল খায়ের, খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার অফিস সম্পাদক ও পৌর শাখার সভাপতি মাওলানা আলী খান, সহ সভাপতি মাওলানা হাবিবুর রহমান, জেলা শ্রমিক মজলিস সভাপতি মাওলানা আতাউল হক, জেলা নির্বাহী সদস্য হাফিজ মাওলানা আবু তালহা, মাওলানা জহিরুল ইসলাম জামালগঞ্জী, সদর উপজেলা সহ সভাপতি ৯নং ওয়ার্ড কাঠইর ইউপি সদস্য মাওলানা আবদুল মুক্তাদির, কাজী মাওলানা ওয়াক্কাসুর রহমান, বিশ্বম্ভরপুর উপজেলা সহ সভাপতি মাওলানা ওয়াকিল আহমদ, সাধারণ সম্পাদক মাওলানা মুজিবুর রহমান প্রমুখ।
আরও পড়ুন<<>>সুনামগঞ্জে যৌথ অভিযানে ৪০ লাখ টাকার অবৈধ পণ্য আটক
নেতৃবৃন্দরা বলেন,আগামীর ইনসাফের ন্যায় ভিত্তিক একটি ইসলামিক সরকার গঠনের লক্ষে ৮টি ইসলামিক দল জোটগতভাবে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন করার লক্ষ্যে ঐকমতে পৌছেছে। তাই সুনামগঞ্জের ৫টি আসনে ৮ দলীয় জোটের প্রার্থীকে বিজয়ী করতে জেলার সর্বস্তরের ভোটারদের প্রতি আহবান জানান।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































