ছবি: আপন দেশ
ভোলায় জমি দখলকে কেন্দ্র করে এক নারী ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মারমুখী আচরণ ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভোলা সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, ভেলুমিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চর চন্দ্র প্রসাদ এলাকার বাসিন্দা মোসা. শারমীন আক্তার (৫৩) তার ভাই মো. গোলাম মোস্তফা মন্টু তালুকদারের কাছ থেকে জমিটি ক্রয় করেন। অভিযোগ অনুযায়ী, ক্রয়ের পর দীর্ঘ সময়—প্রায় ১০ বছর—জমিটি বুঝিয়ে না দিয়ে মন্টু তালুকদার নিজেই ভোগদখলে রাখেন। পরবর্তীতে স্থানীয় সালিশের মাধ্যমে বিষয়টি মীমাংসা হলে শারমীন আক্তার দীর্ঘদিন ধরে ওই জমিতে চাষাবাদ করে আসছেন।
তবে অভিযোগে উল্লেখ করা হয়, সম্প্রতি মন্টু তালুকদার পুনরায় জমিটি নিজের দাবি করে জোরপূর্বক দখলের চেষ্টা চালাচ্ছেন। জমি সংক্রান্ত বিরোধের বিষয়টি একাধিকবার স্থানীয়ভাবে সালিশের মাধ্যমে নিষ্পত্তির চেষ্টা করা হলেও তিনি তা মানতে অস্বীকৃতি জানান।
আরও পড়ুন>>>অবশেষে ২৭তম বিসিএস থেকে ৬৭৩ জনকে নিয়োগ
ভুক্তভোগীর অভিযোগে আরও বলা হয়, গত ১৬ ডিসেম্বর ২০২৫ তারিখ সকাল আনুমানিক ১০টার দিকে বিরোধীয় জমিতে ধান কাটতে গেলে মন্টু তালুকদার লোকজন নিয়ে সেখানে উপস্থিত হয়ে বাধা দেন। এ সময় তারা অশ্লীল ভাষায় গালিগালাজ করেন, মারধরের হুমকি দেন এবং ভবিষ্যতে জমিতে গেলে প্রাণে মেরে ফেলার ভয়ভীতি প্রদর্শন করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানিয়ে যেকোনো সময় অপ্রীতিকর ঘটনার আশঙ্কা প্রকাশ করেছে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।
এ বিষয়ে মন্টু তালুকদারের মোবাইল নম্বরে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি ভেলুমিয়া পুলিশ ফাঁড়িতে মৌখিক অভিযোগ করেছেন। সেখানে একটি বসাবাসির তারিখ নির্ধারিত হয়েছে। বসাবাসি না হওয়া পর্যন্ত তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি নন বলে জানান।
ভেলুমিয়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, বাদী ভোলা সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন এবং সংশ্লিষ্ট কাগজপত্র তার কাছে এসেছে। তিনি ঘটনাস্থল পরিদর্শন করে চাষিকে ধান কাটার নির্দেশ দিয়েছেন এবং কাগজপত্র পর্যালোচনা করে ন্যায়সঙ্গত ও আইনসম্মত সমাধানের ব্যবস্থা নেয়া হবে বলে জানান।
এ বিষয়ে ভোলা সদর মডেল থানার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































