Apan Desh | আপন দেশ

গাজীপুর-৩ আসনে ভোটকেন্দ্র প্রতিনিধি সম্মেলন, সুষ্ঠু নির্বাচনের প্রস্তুতি জোরদার

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ২২:০৬, ১০ ডিসেম্বর ২০২৫

গাজীপুর-৩ আসনে ভোটকেন্দ্র প্রতিনিধি সম্মেলন, সুষ্ঠু নির্বাচনের প্রস্তুতি জোরদার

সংগৃহীত ছবি

গাজীপুর-৩ আসনের বিভিন্ন ইউনিয়নের ভোটকেন্দ্রভিত্তিক প্রতিনিধিদের নিয়ে জামায়াতে ইসলামী আয়োজিত ভোটকেন্দ্র প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এ সম্মেলনে নির্বাচনি প্রস্তুতি ও সাংগঠনিক শক্তি বৃদ্ধি বিষয়ে আলোচনা হয়েছে।

বুধবার (১০ ডিসেম্বর) বাদ আছর গাজীপুর সদর উপজেলার মেম্বারবাড়ি বাসস্ট্যান্ড সংলগ্ন আবাবিল অ্যাকাডেমি প্রাঙ্গণে আয়োজিত সম্মেলনে শ্রীপুর ও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রতিনিধি অংশ নেন।

জেলা জামায়াতে ইসলামী’র সহকারী সেক্রেটারি মোস্তাফিজুর রহমান খান সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন আফজাল হোসাইন খান।

আরও পড়ুন>>>ন্যায়ভিত্তিক সমাজ-জনকল্যাণই রাজনীতির লক্ষ্য: জাহাঙ্গীর আলম

সম্মেলনের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর-৩ আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী ড. জাহাঙ্গীর আলম। তিনি বলেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে কেন্দ্রভিত্তিক প্রতিনিধিদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের আস্থা অর্জন ও ভোটের সুরক্ষা নিশ্চিত করতে আপনাদের সর্বোচ্চ সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। তিনি ভোটারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ, গণসংযোগ জোরদার ও সাংগঠনিক শক্তি বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা জামায়াতে ইসলামী’র আমীর মাওলানা মো. নুরুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামী’র সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদসহ ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ। তারা বলেন, নির্বাচনি পরিবেশ শান্তিপূর্ণ রাখতে প্রশিক্ষিত প্রতিনিধি দলের ভূমিকা অপরিসীম।

কেন্দ্রভিত্তিক দায়িত্ব বণ্টন, ভোটার সচেতনতা বৃদ্ধি ও সাংগঠনিক কর্মকৌশল বাস্তবায়ন নির্বাচনের সুষ্ঠু আয়োজনের মূল ভিত্তি। সম্মেলনে অংশ নেয়া প্রতিনিধিরা নির্বাচনী মাঠে সক্রিয় থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। আগামী নির্বাচনের জন্য সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার অঙ্গীকার করেন।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়