ছবি: আপন দেশ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত গাজীপুর-৩ (সদর-শ্রীপুর আংশিক) আসনের সংসদ সদস্য প্রার্থী ডা. মো. জাহাঙ্গীর আলম বলেছেন, জাতির সমৃদ্ধি, ন্যায়ভিত্তিক সমাজ ও গণমানুষের কল্যাণকে সামনে রেখে রাজনীতি করতে চাই।
বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে গাজীপুর সদরের পুষ্পদাম রিসোর্টে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। গাজীপুর সদর ও শ্রীপুরের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা এ সভায় উপস্থিত ছিলেন।
সভায় এলাকার রাজনৈতিক প্রেক্ষাপট, উন্নয়ন ঘাটতি, সম্ভাবনা ও ভোটারদের প্রত্যাশা নিয়ে সাংবাদিকরা বিভিন্ন প্রশ্ন উপস্থাপন করলে ডা. জাহাঙ্গীর আলম তথ্য-প্রমাণ ও ভবিষ্যৎ পরিকল্পনার ভিত্তিতে প্রতিটি প্রশ্নের উত্তর দেন।
তিনি বলেন, গাজীপুর-৩ হচ্ছে শিল্পসমৃদ্ধ ও শ্রমিকনির্ভর এলাকা। এখানে ন্যায্য মজুরি, শ্রমিক কল্যাণ ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের জন্য বিশেষ উদ্যোগ নেয়া হবে।
নারী শ্রমিকদের অধিকার প্রসঙ্গে তিনি বলেন, নারী শ্রমিকদের বেতনে কোনো বৈষম্য থাকবে না। পুরুষ শ্রমিকরা যদি ২০ হাজার টাকা বেতন পায়, নারীরাও পাবে একই বেতন। কলকারখানায় নারীরা নিরাপদ ও সম্মানের পরিবেশে কাজ করবে।
এছাড়া প্রতিটি হাটবাজারে নারীদের জন্য আলাদা নামাজের স্থান তৈরির প্রতিশ্রুতিও দেন জামায়াতের এ প্রার্থী। সভায় জামায়াতে ইসলামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—মুহাম্মদ আব্দুল হাকিম, সিনিয়র নায়েবে আমীর, গাজীপুর জেলা,অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, অ্যাসিস্টেন্ট সেক্রেটারি, গাজীপুর জেলা,মাওলানা মোঃ নূরুল ইসলাম, আমির, শ্রীপুর উপজেলা,অধ্যাপক আব্দুল বারী, নায়েবে আমীর, গাজীপুর সদর উপজেলা,মাহতাব উদ্দিন আহমদ, আমেরিকান রাজনৈতিক বিশ্লেষক ও ‘মুনার’ প্রতিনিধি,ডা. জসীম উদ্দিন, সেক্রেটারি, শ্রীপুর উপজেলা,আবুল কালাম আজাদ, অ্যাসিস্টেন্ট সেক্রেটারি, শ্রীপুর উপজেলা,মাওলানা মো. আবুল হোসাইন, সেক্রেটারি, শ্রীপুর পৌরসভা, ইঞ্জিনিয়ার ছিদ্দিকুর রহমান, আমির, ভাওয়ালগড় ইউনিয়ন।
সভায় সাংবাদিকদের উদ্দেশে ডা. জাহাঙ্গীর আলম বলেন, গণমাধ্যম সত্য ও ন্যায়ের শক্তি। নির্বাচনের সময় দায়িত্বশীল সাংবাদিকতা একটি শান্তিপূর্ণ ও সুন্দর পরিবেশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































