Apan Desh | আপন দেশ

সেন্টমার্টিনে ডিসেম্বরে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু যে কারণে

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১০:৫১, ১ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১০:৫২, ১ ডিসেম্বর ২০২৫

সেন্টমার্টিনে ডিসেম্বরে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু যে কারণে

সেন্টমার্টিনগামী পর্যটকবাহী জাহাজ। ছবি : সংগৃহীত

দীর্ঘদিন পর সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। তবে জাহাজ চলাচল শুরু হলেও কিছু নির্দেশনা মানতে হচ্ছে পর্যটকদের।

সোমবার (১ ডিসেম্বর) সকাল সোয়া ৭টায় ৩টি পর্যটকবাহী জাহাজ কক্সবাজার থেকে সেন্টমার্টিনের উদ্দেশে ছেড়ে গেছে। 

এদিকে সেন্টমার্টিনের জীববৈচিত্র্য রক্ষায় সরকারের জারি করা ১২টি নির্দেশনা এবার কঠোরভাবে বাস্তবায়ন করবে জেলা প্রশাসন।

কক্সবাজার জেলা প্রশাসক আব্দুল মান্নান বলেন, ‘সেন্টমার্টিন আমাদের সম্পদ, সরকারের আরোপিত নির্দেশনাগুলো মেনে চলা উচিত। আশা করছি, দ্বীপের জীববৈচিত্র্য রক্ষায় পর্যটকসহ সংশ্লিষ্টরা প্রশাসনকে সহযোগিতা করবে। তা না হলে সেন্টমার্টিন দ্বীপে ভ্রমণের সময়সূচি ও পর্যটক সংখ্যা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে।’

নির্দেশনাগুলো হলো—

১. বিআইডব্লিউটিএ এবং পরিবেশ মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া কোনো নৌযান সেন্টমার্টিন দ্বীপে চলাচল করতে পারবে না।

২. পর্যটকদের বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের অনুমোদিত ওয়েব পোর্টালের মাধ্যমে অনলাইনে টিকিট ক্রয় করতে হবে, যেখানে ট্রাভেল পাস ও কিউআর কোড সংযুক্ত থাকবে। কিউআর কোড ছাড়া টিকিট অবৈধ গণ্য হবে।

৩. দ্বীপে ভ্রমণের সময়সূচি ও পর্যটক সংখ্যা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে।

৪. নভেম্বর মাসে কেবল দিনের বেলায় ভ্রমণ করা যাবে, রাত্রিযাপন নিষিদ্ধ।

৫. ডিসেম্বর ও জানুয়ারি মাসে রাত্রিযাপনের অনুমতি থাকবে।

৬. ফেব্রুয়ারি মাসে পর্যটক যাতায়াত সম্পূর্ণভাবে বন্ধ থাকবে।

৭. প্রতিদিন সর্বোচ্চ দুই হাজার পর্যটক দ্বীপে প্রবেশ করতে পারবেন।

৮. দ্বীপে রাতে সৈকতে আলো জ্বালানো, শব্দ সৃষ্টি বা বারবিকিউ পার্টি করা নিষিদ্ধ।

৯. কেয়াবনে প্রবেশ, কেয়া ফল সংগ্রহ-বিক্রয়, সামুদ্রিক কাছিম, পাখি, প্রবাল, রাজকাঁকড়া, শামুক-ঝিনুকসহ জীববৈচিত্র্যের ক্ষতি করা কঠোরভাবে নিষিদ্ধ।

আরও পড়ুন : আজ টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১০. সৈকতে মোটরসাইকেল, সি-বাইক বা যে কোনো মোটরচালিত যানবাহন চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ।

১১. পলিথিন বহন করা যাবে না এবং একবার ব্যবহার্য প্লাস্টিক (চিপসের প্যাকেট, স্ট্র, মিনিপ্যাক সাবান-শ্যাম্পু, ছোট প্লাস্টিক বোতল ইত্যাদি) নিরুৎসাহিত করা হয়েছে।

১২. প্লাস্টিকের বোতলের পরিবর্তে নিজস্ব পানির ফ্লাস্ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্টদের তথ্যমতে, চলতি বছরের ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয় সেন্টমার্টিন। তবে নভেম্বর মাসে পর্যটকরা সেখানে রাত্রিযাপন করতে পারবেন না—এমন বিধিনিষেধ আরোপ করলে গত এক মাস সেন্টমার্টিনের উদ্দেশে কোনো জাহাজ ছেড়ে যায়নি।

ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত এ ধরনের কোনো নিষেধাজ্ঞা না থাকায় রোববার সকাল থেকে সেন্টমার্টিনের উদ্দেশে রওনা করে তিনটি পর্যটকবাহী জাহাজ। 

আপন দেশ।এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়