সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী
দিন দুয়েক আগে ২৩৭ আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে সে তালিকায় নাম ছিল না সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর। অবশেষে বিএনপি চেয়ারপারসনের এ উপদেষ্টার অপেক্ষার অবসান হয়েছে। তাকে সিলেট-৪ আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে।
বুধবার (০৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে আরিফুল হক নিজেই এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গুলশানের বাসভবনে বিএনপি চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে বৈঠকের পর ওই আসন থেকে নির্বাচন করতে সম্মত হন তিনি।
আরিফুল হক চৌধুরী জানান, চেয়ারপারসন আমাদের জাতীয় মুরুব্বী। তার নির্দেশে আমি সিলেট-৪ আসনে নির্বাচন করতে সম্মত হয়েছি। দল আমাকে মনোনয়ন দিয়েছে। সিলেট-৪ আসনের মানুষের ভালোবাসা নিয়েই আমি নির্বাচনী মাঠে নামব। দলের প্রয়োজনে আমি বারবার নির্দেশ পালন করে আসছি। আজকের সিলেট-৪ আসনে নির্বাচন করার আদেশ মাথা পেতে মেনে নিয়েছি বলেন তিনি।
আরও পড়ুন<<<>>>রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও প্রতিহিংসা ছিল না : আলতাফ হোসেন
দলীয় সূত্র জানায়, একদিন আগে আরিফুল হক কেন্দ্রীয় নেতাদের ডাকে ঢাকায় আসেন। সেখানে কয়েক দফা বৈঠকের পর বুধবার রাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আনুষ্ঠানিকভাবে তার হাতে মনোনয়নপত্র তুলে দেন।
প্রথমে আরিফুল হক চৌধুরী সিলেট–১ আসন থেকে প্রার্থী হতে চেয়েছিলেন। তবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওই আসনে চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের নাম ঘোষণা করলে, সিলেট–৪ ও ৫ আসন ফাকা রাখা হয়।
সিলেট–৫ আসন শরিক দলের জন্য ছাড়ার আলোচনা থাকলেও সিলেট–৪ আসনে কে প্রার্থী হচ্ছেন, তা নিয়ে জল্পনা চলছিল। অবশেষে সে জল্পনার অবসান ঘটিয়ে বিএনপি আনুষ্ঠানিকভাবে আরিফুল হক চৌধুরীর নাম ঘোষণা করে।
প্রসঙ্গত, আরিফুল হক চৌধুরী সিলেটের রাজনীতিতে একজন জনপ্রিয় মুখ। সিটি মেয়র হিসেবে দায়িত্ব পালনকালে তিনি নানা উন্নয়নমূলক কাজের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করেছিলেন।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































