Apan Desh | আপন দেশ

মহানবী (সা.)-কে কটূক্তি, যুবক গ্রেফতার 

খুলনা প্রতিনিধি

প্রকাশিত: ১১:০৮, ২৪ অক্টোবর ২০২৫

আপডেট: ১২:১০, ২৪ অক্টোবর ২০২৫

মহানবী (সা.)-কে কটূক্তি, যুবক গ্রেফতার 

ফাইল ছবি

ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করে কমেন্ট করে পূর্বায়ন মন্ডল (২৭)। তাকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাত ১০টার দিকে খুলনার দাকোপ উপজেলার সুতারখালী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার (২৪ অক্টোবর) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন দাকোপ থানার ওসি মো. সিরাজুল ইসলাম।

আরও পড়ুন>>>পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তাকে রদবদল

পুলিশ জানায়, পূর্বায়ন মন্ডল ফেসকুকের একটি পোস্টে নিজ আইডি থেকে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে অবমাননাকর কমেন্ট করেন। এ ঘটনায় তার বিরুদ্ধে ইসলামী আন্দোলন বাংলাদেশ উত্তর শাখার সভাপতি আলহাজ শফিকুল ইসলাম বাদী হয়ে মামলা করেন। 

দাকোপ থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, মামলা দায়ের হলে রাতেই পুলিশ পূর্বায়ন মন্ডলকে গ্রেফতার করে। আজ তাকে আদালতে পাঠানো হবে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়