
আসিফ নজরুল।
রাজনৈতিক দলগুলোর বক্তব্য বিবৃতির কারণে কিছু বিভ্রান্তি তৈরি হচ্ছে। বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায় নি, তারা সরকারের নিরপেক্ষ ভূমিকার কথা বলেছেন। সরকারের পক্ষ থেকে তাদের আশ্বস্ত করা হয়েছে, সরকার নিরপেক্ষভাবেই কাজ করে যাচ্ছেন। এ মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।
বুধবার (২২ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে আইন উপদেষ্টা এসব কথা বলেন।
আরও পড়ুন>>>‘নির্বাচন কমিশন কোন চাপের কাছে নতি স্বীকার করবে না’
তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে অভিযুক্ত সেনা কর্মকর্তারা যেভাবে আদালতে হাজির হয়েছেন, তাতে সেনা প্রশাসনসহ উর্ধ্বতন কর্মকর্তারা প্রশংসার দাবিদার। গুম, খুনের মামলার আসামি হিসেবে সেনা কর্মকর্তাদের তাদের কোথায় রাখা হবে সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়।
এদিনকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, অন্তর্বর্তী সরকারকে এখন থেকেই তত্ত্বাবধায়কের মুডে যেতে হবে। দেশ-বিদেশে সবাই এখন একটাই প্রশ্ন করছে: বাংলাদেশে নির্বাচন কবে হবে? নির্বাচিত সরকার ছাড়া ১৫ মাস ধরে দেশ চলছে, যা অস্থিতিশীলতা সৃষ্টি করছে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।