Apan Desh | আপন দেশ

মায়ের চেকে ছেলের স্বাক্ষর! অতপর..

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: ১৯:১৪, ২১ অক্টোবর ২০২৫

মায়ের চেকে ছেলের স্বাক্ষর! অতপর..

মাদরাসা অধ্যক্ষ খাইরুল ইসলাম

টাঙ্গাইলে মায়ের চেকে স্বাক্ষর দিয়ে অন্যকে প্রদানের মামলায় ছেলে খাইরুল ইসলামকে জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট টাঙ্গাইল সদর থানা আমলী আদালতের ম্যাজিস্ট্রেট সোহেল ম্রং এ আদেশ দেন। অভিযুক্ত খাইরুল ইসলাম তানযীমুল উম্মাহ হিফজ মাদরাসা টাঙ্গাইল শাখার অধ্যক্ষ।

আদালত সূত্র জানায়, মঙ্গলবার (২১ অক্টোবর) এই মামলার ধার্য তারিখে আসামি খাইরুল ইসলাম আদালতে আত্মসমর্পন করে জামিন চান। আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আলাউদ্দিন খালিদ তাকে নির্দোষ দাবি করেন। 

অন্য দিকে বাদি পক্ষের নিয়োজিত আইনজীবী অ্যাডভোকেট ইলিয়াছ হোসেন মনিসহ বিপুল সংখ্যক আইনজীবী জামিনের বিরোধিতা করেন। 

উভয়পক্ষের শুনানী শেষে ম্যাজিস্ট্রেট জামিন আবেদন নামঞ্জুর করে আসামি খাইরুল ইসলামকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। 

আরও পড়ুন<<>>কালীগঞ্জে ভার্মি কম্পোস্ট প্রকল্পে অনিয়মের অভিযোগ

মামলার বিবরণ থেকে জানা যায়, টাঙ্গাইল জজ কোর্টের এপিপি অ্যাডভোকেট এম এ মালেক আদনানের সঙ্গে ব্যক্তিগত সুসম্পর্ক থাকার সুবাদে আসামি খাইরুল ইসলাম ও তার মা খাদিজা বেগম বিগত ২০২১ সালের ২ এপ্রিল নয় লাখ টাকা হাওলাত নেন। একপর্যায়ে এ টাকা পরিশোধের লক্ষ্যে একই বছর ১৯ মে আসামী খাইরুল ইসলাম তার মায়ের একটি চেকের পাতায় জাল-জালিয়াতির মাধ্যমে নিজেই স্বাক্ষর দিয়ে তা মালেক আদনানকে প্রদান করেন। 

পরে চেকটি ব্যাংক কর্তৃক ডিজঅনার হলে খাদিজা বেগমের নামে মামলা হয়। সে মামলা চলমান অবস্থায় খাদিজা বেগম মারা গেলে মামলাটি স্থগিত হয়ে যায়। সর্বশেষ খাইরুল ইসলাম গত ৩০ জুন পাওনা টাকা ফেরত দিতে অস্বীকার করায় মালেক আদনান বাধ্য হয়ে গত ১৭ অক্টোবর খাইরুল ইসলামের বিরুদ্ধে প্রতারণা ও জাল-জালিয়াতির অভিযোগে আদালতে মামলা করেন। 

ম্যাজিস্ট্রেট মামলাটি গ্রহণ করে টাঙ্গাইল ডিবি পুলিশকে তদন্তের নির্দেশ দেন। পরবর্তীতে অভিযোগের সত্যতা পাওয়ায় ডিবি পুলিশ আদালতে প্রতিবেদন দাখিল করেন।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়