
ফাইল ছবি
সিরাজগঞ্জের কামারখন্দে ১৪ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ করা হয়েছে। তাকে রাস্তা থেকে তুলে নিয়ে রেস্তোরাঁয় ধর্ষণ করা হয়। ধর্ষণের সময় কিশোরীর চিৎকার চাপা দিতে উচ্চস্বরে গান বাজানো হয়েছিল।
সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যায় ছয়জনের বিরুদ্ধে মামলাটি করেন ভুক্তভোগীর পরিবার। অভিযুক্তদের মধ্যে নাইম হোসেন (২০) নামে এক যুবক আছে। কিশোরীটি স্থানীয় একটি দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রী।
মামলার এজাহার সূত্রে ঘটনাটি জানা গেছে, রোববার সকালে কিশোরী মাদ্রাসায় যাচ্ছিল। সে সময় নাইম ও তার সহযোগীরা তাকে রাস্তা থেকে জোর করে তুলে নেয়। তারা সিএনজিচালিত অটোরিকশায় করে কিশোরীকে নিয়ে যায়।
পরে তারা তাকে স্থানীয় ‘ডেরা ফাস্টফুড অ্যান্ড চায়নিজ রেস্টুরেন্টে’ নিয়ে যায়। সেখানেই নাইম তাকে ধর্ষণ করে।
ধর্ষণের সময় বাকি পাঁচজন পাহারা দিচ্ছিল। তারা হলো- ইমরান (২১), আকাশ (২১), আতিক (২৩), নাছিম উদ্দিন (২০) ও নাজমুল হক নয়ন (২০)। তারা ফটকে পাহারায় ছিল। রেস্টুরেন্টের সাউন্ডবক্সে জোরে গান বাজানো হয়। এর মাধ্যমে কিশোরীর চিৎকার চাপা দেয়া হয়।
কিশোরীর শরীরে ধর্ষণের আলামত মিলেছে। এম মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের ইন্টার্ন চিকিৎসক পার্থ সাহা এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার বাদী হলেন কিশোরীর মা। তিনি জানান, রোববার মেয়ে প্রতিদিনের মতো মাদ্রাসায় গিয়েছিল। কিন্তু ছুটি হলেও সে বাড়ি ফেরেনি। তখন তারা তাকে খোঁজাখুঁজি শুরু করেন।
এক পর্যায়ে এক অচেনা ব্যক্তি ফোন করে। তিনি জানান, মেয়েটি অসুস্থ হয়ে সিরাজগঞ্জ কমিউনিটি ক্লিনিকে আছে। সেখানে গিয়ে মেয়েকে অসুস্থ অবস্থায় পান মা। পরে তাকে এম মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আরও পড়ুন>>>জানা গেল বাংলাদেশি পর্নো তারকা যুগলের পরিচয়
সোমবার বিকেলে ‘ডেরা ফাস্টফুড অ্যান্ড চায়নিজ রেস্টুরেন্টে’ গিয়ে দেখা যায়, কয়েকজন যুবক রেস্টুরেন্টে আড্ডা দিচ্ছেন। সাংবাদিকদের দেখে তারা উত্তেজিত হয়ে চড়াও হন। পরে পুলিশ গিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করে ও আলামত সংগ্রহের জন্য রেস্টুরেন্টটি সাময়িকভাবে বন্ধ করে দেয়।
কামারখন্দ থানা এসআই বাবুল আকতার বলেন, আলামত সংগ্রহের জন্য রেস্তোরাঁটি বিকেলে বন্ধ রাখা হয়েছে। অপরাধীদের গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।