
ছবি: আপন দেশ
কুয়াকাটা-ঢাকা মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। পটুয়াখালীর ফতুল্লা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। একটি যাত্রীবাহী বাস ও র্যাবের গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এ দুর্ঘটনায় মোট ৩ জন নিহত হয়েছেন। এছাড়াও ৩০ জন যাত্রী আহত হয়েছেন।
শনিবার (১১ অক্টোবর) সকাল ৯টার দিকে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে। নিহতদের মধ্যে একজন র্যাব সদস্য। অপর নিহতদের মধ্যে একজন নারী ও একটি শিশু।
র্যাব সূত্রে জানা গেছে, র্যাব-৮ এর সদস্যরা কুয়াকাটা ভ্রমণে যাচ্ছিলেন। তারা স্বজনদের নিয়ে একটি কোস্টারে (বরিশাল মেট্রো-ঝ ১১-০০৬) ছিলেন। কোস্টারটিতে প্রায় ৩০ জন যাত্রী ছিলেন। সকাল সাড়ে আটটার দিকে গাড়িটি ফতুল্লা বাজার এলাকায় পৌঁছায়। ঠিক সে সময় বিপরীত দিক থেকে একটি বাস আসছিল। বাসটি ছিল কুয়াকাটা-টু-ঢাকা গামী ধানসিঁড়ি পরিবহনের (বরিশাল মেট্রো ব-১১০২০৬)। ফতুল্লা বাজার এলাকায় বাসটির সঙ্গে র্যাবের কোস্টারের মুখোমুখি সংঘর্ষ হয়।
আরও পড়ুন>>>অস্ট্রেলিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৩
দুর্ঘটনার পর পরই ঘটনাস্থলে তিনজন মারা যান। নিহতরা হলেন- কোস্টারচালক এএসআই আব্দুল আলীম (৩৪)। অন্য নিহতরা হলেন- আফরোজা (২৮) নামে এক নারী ও পিয়াস নামে এক শিশু। আহতদের সঙ্গে সঙ্গে উদ্ধার করা হয়। তাদের প্রথমে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল ও নিকটস্থ বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহতদের মধ্যে কয়েকজন গুরুতরভাবে আহত হয়েছেন। গুরুতর আহতদের বরিশাল সিএমএইচে (কম্বাইন্ড মিলিটারি হাসপাতাল) নেয়া হয়েছে। উন্নত চিকিৎসার জন্য একজন গুরুতর আহত যাত্রীকে ঢাকায় নেয়ার প্রস্তুতি চলছে। তাকে একটি এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা সিএমএইচে নেয়া হবে।
দুর্ঘটনার পর পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর স্থানীয় প্রশাসন এও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। তারা উদ্ধার কাজ শুরু করেন। উদ্ধার কাজ শেষ হওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।
পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ আহমেদ বলেন, আজ সকালে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছান। তারা আহত ও নিহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। আহতরা এখন পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল ও সিএমএইচে ভর্তি আছেন।
র্যাব-৮ এর কোম্পানি কমান্ডার রাশেদ জানান, র্যাবের ডিএডি ওমরের অবস্থা খুবই আশঙ্কাজনক। তাকে এখন বরিশালের সিএমএইচে আইসিইউতে রাখা হয়েছে। তিনি আরও জানান, বিভিন্ন পর্যায়ের আহত আরও ১৭ জন সিএমএইচে ভর্তি আছেন। তাদের চিকিৎসা চলছে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।