ছবি: আপন দেশ
ফরিদপুর জেলার গোয়ালচামট এলাকায় চাঁদা না পেয়ে ব্যাপক তাণ্ডব চালানোর অভিযোগ উঠেছে এক যুবদল নেতার বিরুদ্ধে। অভিযুক্ত মাসুদুর রহমান লিমন জেলা যুবদলের সহ-সভাপতি। তার ও তার সহযোগীদের হামলায় অন্তত ১৬টি মাহেন্দ্র (টেম্পু) ভাঙচুর করা হয়েছে।
এ ঘটনায় ৭ জন মাহেন্দ্র চালক গুরুতর আহত হয়েছেন। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে শহরের ভাঙ্গা রাস্তার মোড়ে টেম্পু স্ট্যান্ডে এ হামলার ঘটনা ঘটে।
মাহেন্দ্র শ্রমিক ইউনিয়নের সড়ক সম্পাদক লিয়াকত আলী বাবু মোল্লা জানান, যুবদল নেতা লিমন ও তার সহযোগীরা গত ৫ আগস্ট থেকে বিভিন্ন পরিবহনের কাছে চাঁদা দাবি করে আসছিলেন।
আরও পড়ুন>>>‘আসন নিয়ে মন্তব্য করিনি’, বললেন মির্জা ফখরুল, জামায়াতের প্রতিবাদ
তিনি বলেন, আজ বিকেলে লিমনের সহযোগী শাহিন ও মিন্টু মাহেন্দ্র চালকদের কাছে চাঁদা চায়। চালকরা চাঁদা দিতে রাজি না হওয়ায় এ হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চালকরা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে লিমন তার লোকজন নিয়ে মাহেন্দ্র স্ট্যান্ডে হামলা চালান। হামলাকারীরা লাঠি ও দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি ১৬টি মাহেন্দ্র ভাঙচুর করে।
এ সময় বাধা দিতে গেলে মাহেন্দ্র চালকদের বেধড়ক মারধর করা হয়। এতে ৭ জন চালক গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
ভুক্তভোগী চালকদের অভিযোগ, লিমন ও তার লোকজন দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে। এ ঘটনায় ফরিদপুর কোতোয়ালি থানায় মামলার প্রস্তুতি চলছে। পুলিশ জানিয়েছে, অভিযোগ পেলে তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
এদিকে, অভিযোগের বিষয়ে যুবদল নেতা মাসুদুর রহমান লিমন জানান, তাকে রাজনৈতিকভাবে হেয় করার জন্য এ ঘটনায় জড়ানো হচ্ছে। তিনি এ বিষয়ে কিছুই জানেন না বলে দাবি করেন।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































