Apan Desh | আপন দেশ

ভুটানের কাছে কৃষিজমি লিজের ষড়যন্ত্র, প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ

‎কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ২১:০৪, ১২ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ২১:২৭, ১২ সেপ্টেম্বর ২০২৫

ভুটানের কাছে কৃষিজমি লিজের ষড়যন্ত্র, প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ

ছবি: আপন দেশ

‎কুড়িগ্রাম সদর উপজেলায় কৃষিজমিতে ভূটানকে বিশেষ অর্থনৈতিক অঞ্চল (ইপিজেড) করার জন্য লিজ দেয়ার ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে রাষ্ট্র সংস্কার কৃষক আন্দোলন।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের মাধবরাম এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে ভোগডাঙ্গা ইউনিয়নের শত শত কৃষক অংশ নেন।

তারা হাতে প্ল্যাকার্ড, ব্যানার ও ফেস্টুন নিয়ে সরকারের বিরুদ্ধে স্লোগান দেন। কৃষকদের দাবি, প্রজন্মের পর প্রজন্ম ধরে আবাদ করা জমি ষড়যন্ত্রমূলকভাবে খাস খতিয়ানভুক্ত করে ভূটান রাজার কাছে লিজ দেয়া হচ্ছে, যা তারা কোনোভাবেই মেনে নেবেন না।

‎সমাবেশে সভাপতিত্ব করেন রাষ্ট্র সংস্কার কৃষক আন্দোলন ভোগডাঙ্গা ইউনিয়ন শাখার নেতা এরশাদুল মিয়া এবং সঞ্চালনা করেন ফারুক আহমেদ। এ সময় বক্তারা বলেন, এ জমি আমাদের বাপ-দাদার রক্ত-ঘামে অর্জিত সম্পদ। কোনো আলোচনা ছাড়াই বিদেশি শক্তির হাতে জমি তুলে দেয়ার চক্রান্ত প্রতিহত করা হবে। আমরা জীবন দিতে রাজি, কিন্তু এক ইঞ্চি জমিও ছাড়ব না।

আরওপড়ুন<<>>গায়ে হলুদ শেষে নাক-মুখ দিয়ে রক্ত বেরিয়ে বরের মৃত্যু!

অভিযোগ করেন তারা বলেন, সরকার একদিকে কৃষকের উন্নয়নের কথা বলে, অন্যদিকে কৃষকদের শেষ সম্বল কেড়ে নিয়ে ভূমিদস্যুদের হাতে তুলে দিচ্ছে।

সমাবেশে বক্তব্য দেন- রাষ্ট্র সংষ্কার কৃষক আন্দোলনের উপদেষ্টা অ্যাডভোকেট রায়হান কবীর, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম জুয়েল, জেলা আহবায়ক মনতাজ মিয়া, সদস্য সচিব রেজাউল করিম, অর্থ সম্পাদক রফিকুল ইসলাম, সাইফুল ইসলাম, এরশাদুল মিয়াসহ স্থানীয় কৃষক নেতারা।

‎‎সমাবেশ থেকে তিন দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হচ্ছে- ভোগডাঙ্গা মৌজার জে.এল. নং ৪৩-এর জমিকে খাস খতিয়ানভুক্ত করার সিদ্ধান্ত বাতিল। ভূটান রাজার সঙ্গে সম্পাদিত ইপিজেড লিজ চুক্তি বাতিল। জমির প্রকৃত মালিকদের মালিকানা নিশ্চিতকরণ ও হয়রানি বন্ধ।

‎হুঁশিয়ারি দিয়ে রাষ্ট্র সংস্কার কৃষক আন্দোলন বলেন, অবিলম্বে এ অবৈধ প্রক্রিয়া বন্ধ না হলে কুড়িগ্রামের সর্বস্তরের কৃষক সমাজকে সঙ্গে নিয়ে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। প্রয়োজনে তারা অনশন, মহাসড়ক অবরোধসহ বৃহত্তর কর্মসূচি ঘোষণা করবেন।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়