Apan Desh | আপন দেশ

‘শেখ হাসিনার পতন মানে মুক্তিযুদ্ধের পতন নয়’

টাঙ্গাইল  প্রতিনিধি

প্রকাশিত: ১৯:২৪, ৮ সেপ্টেম্বর ২০২৫

‘শেখ হাসিনার পতন মানে মুক্তিযুদ্ধের পতন নয়’

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী

কৃষক শ্রমিক জনতালীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী (বীর উত্তম) বলেছেন, শেখ হাসিনার পতন মানে মুক্তিযুদ্ধের পতন নয়, বঙ্গবন্ধুর পতন নয় এবং স্বাধীনতার পতন নয়। কিন্তু এ বিষয়টি অনেকেই বুঝতে চাইছেন না।

সোমবার (০৮ সেপ্টেম্বর) বিকেলে পূর্ব ঘোষিত কাদেরিয়া বাহিনীর মুক্তিযোদ্ধাদের জরুরি সমাবেশ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

কাদের সিদ্দিকী বলেন, আমার বাড়ি ধ্বংস করে দিয়ে যদি দেশে শান্তি হয় আমি তাতেই রাজি। এখন আমার বয়স ৮০ বছর, আমি চলে যেতে পারলেও খুশি হব।

আরওপড়ুন<<>>ভাড়া বাসায় মিলল মা-কুবি ছাত্রীর মরদেহ

অভিযোগ করে তিনি বলেন, যারা ২৪-এ বিজয়ী হয়েছেন, তারা যদি ব্যর্থ হন ভবিষ্যতে যদি কেউ স্বৈরাচার হয়ে উঠে সাধারণ মানুষ তখন আর রুখে দাঁড়াবে না- এটাই আমার ভয়।

টাঙ্গাইলের বাসাইলে ১৪৪ ধারা জারি প্রসঙ্গে কাদের সিদ্দিকী বলেন, মুক্তিযোদ্ধাদের মিটিংয়েও বাধা দেয়া হচ্ছে। অথচ এ দেশ মুক্তিযোদ্ধারাই পয়দা করেছেন। সরকারের উচিত ছিল, দেশে সুন্দর স্মৃতি ফিরিয়ে আনা ও আইনের শাসন প্রতিষ্ঠা করা।

তিনি আরও বলেন, আমার বাসায় আক্রমণ করা হয়েছে। যদি এটা সম্ভব হয়, তবে সবার বাসায় আক্রমণ করা সম্ভব। কারও নিরাপত্তা নেই। দেশ যদি পাকিস্তান হয়ে যেত, আমি পাকিস্তান ভেঙেছিলাম বলে আইন অনুযায়ী আমার ফাঁসি হতো। তাতেও আমার আপত্তি থাকত না। এখনও নেই। তাই বলছি, দেশে আইনশৃঙ্খলা বলতে কিছু নেই।

আপন দেশ/এমএইচ
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়