Apan Desh | আপন দেশ

‘আলুর দাম বাড়ানোর পরিকল্পনা করছে সরকার’

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত: ২২:৫১, ৫ সেপ্টেম্বর ২০২৫

‘আলুর দাম বাড়ানোর পরিকল্পনা করছে সরকার’

বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন

বর্তমানে সারাদেশে আলুর দাম কমে যাওয়ায় দাম বাড়াতে টিসিবির মাধ্যমে বিক্রি ও রফতানি বাড়ানোর পরিকল্পনা নিয়েছে সরকার। জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন।

শুক্রবার (০৫ সেপ্টেম্বর) দুপুরে পারিবারিক সফরে গিয়ে জয়পুরহাটের আক্কেলপুরের গোপীনাথপুর উচ্চ বিদ্যালয়ে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

আরওপড়ুন<<>>সাতক্ষীরায় ১১ বছরের শিশুকে হত্যা

বাণিজ্য উপদেষ্টা বলেন, দাম বৃদ্ধির লক্ষ্যে সরকার আলু টিসিবির মাধ্যমে বিক্রি ও আরও বেশি বিদেশে রফতানির পরিকল্পনা করছে। গত বছরের তুলনায় এ বছর আলুর উৎপাদন ও ফলন বেশি হওয়ায় আলুর দাম কমেছে।

এদিন হেলিকপ্টার থেকে নামার পর প্রশাসনের পক্ষ থেকে বাণিজ্য উপদেষ্টা শেখ বসির উদ্দিনকে গার্ড অফ অনার দেয়া হয়। পরে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার মোর্তুজাপুর গ্রামে জুমার নামাজ আদায় করেন তিনি।

আপন দেশ/এমএইচ
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়