
ছবি: আপন দেশ
ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে। ভোটের জন্য প্রস্তুতি নিচ্ছে বিএনপি। বলেছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
তিনি বলেন, সবাই নির্বাচনের অপেক্ষায় রয়েছে। এ নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে।
শুক্রবার (২৯ আগস্ট) সকালে বরিশাল জেলা শিল্পকলা অ্যাকাডেমিতে ক্ষুদ্র ও কুটির শিল্প মেলার উদ্বোধন শেষে এসব কথা বলেন আমীর খসরু।
আরওপড়ুন<<>>বিএনপি নেতাকে হত্যা, একদিন পর প্রধান আসামির মরদেহ উদ্ধার
বিএনপির সিনিয়র এ নেতা বলেন, ভোটের মাধ্যমে জনগণ তাদের প্রতিনিধি ও সরকার নির্বাচিত করবে। মানুষ তাদের জনপ্রতিনিধিদের কাছে মৌলিক কথাগুলো বলতে পারবে। তাছাড়া, নির্বাচিত সরকার জনগণের প্রতি দায়বদ্ধ ও জবাবদিহি থাকবে।
তিনি আরও বলেন, আগে অর্থনীতি কিছু সীমিত লোকের হাতে ছিল। অর্থনীতিকে সাধারণ মানুষের সাথে পৌঁছে দিতে হবে। কুটির শিল্পসহ বিভিন্ন ক্ষুদ্রশিল্পকে আন্তর্জাতিক বাজারে জায়গা তৈরি করে দিতে হবে। এর মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি সমৃদ্ধ হবে বলেও মন্তব্য করেন আমীর খসরু।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।