
ছবি: আপন দেশ
রাজশাহীর মোহনপুর উপজেলায় সেনাবাহিনীর টহল ভ্যানে ট্রাকের ধাক্কায় ৮ সেনাসদস্য আহত হয়েছেন। মঙ্গলবার (২৬ আগস্ট) ভোর ৫টার দিকে উপজেলা সদরের মডেল টাউন এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সেনাবাহিনীর একটি টহল দল সোমবার (২৫ আগস্ট) রাতে টহল দিচ্ছিল। পরে মঙ্গলবার ভোরে তাদের বহনকৃত গাড়িটি মোহনপুর টাউন এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে সড়কের পাশের খালে ট্রাক ও সেনাবাহিনীর গাড়িটি পড়ে যায়।
আরওপড়ুন<<>>এনসিপির চার নেতার পদত্যাগ
এ সময় ৮ সেনাসদস্য আহত হন। পরে তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেয়া হয়। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।
এ বিষয়ে মোহনপুর থানার ওসি আতাউর রহমান জানান, মোহনপুর থানার মডেল টাউন এলাকায় সেনাবাহিনীর গাড়িকে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ৮ সেনাসদস্য আহত হয়েছেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ কোনো মামলা দায়ের করেনি। আইনগত বিষয়টি এখনও প্রক্রিয়াধীন আছে।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।