Apan Desh | আপন দেশ

রড বোঝাই ট্রাক লুট, যুবদল কর্মীসহ আটক ২

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ২০:৩৬, ১০ আগস্ট ২০২৫

আপডেট: ২০:৪০, ১০ আগস্ট ২০২৫

রড বোঝাই ট্রাক লুট, যুবদল কর্মীসহ আটক ২

ছবি: আপন দেশ

নোয়াখালীর কবিরহাটে ডাকাতি হওয়া ট্রাক ও রডসহ যুবদল কর্মী ও তার সহযোগীকে আটক করেছে পুলিশ। শনিবার (০৯ আগস্ট) রাতে তাদের আটক করা হয়।

এর আগে ঢাকা- ফেনী মহাসড়কের কুমিল্লা চৌদ্দগ্রামের বাবুর্চি বাজার এলাকা থেকে রডসহ ট্রাক ডাকাতির ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন, কবিরহাটের সুন্দলপুর গ্রামের হাফিজুর রহমান ওরফে আনন্দ মাষ্টারের ছেলে যুবদল কর্মী সোলেমান সুজন ও কবিরহাট পৌরসভার উত্তর ঘোষবাগ এলাকার ওমর আলীর ছেলে আবু ছয়েদ (৩৭)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-ফেনী মহাসড়কের কুমিল্লা চৌদ্দগ্রামের বাবুর্চি বাজার এলাকায় রডবোঝাই একটি ট্রাকের গতিপথ রোধ করে ডাকাত দল। পরে চালক ও হেলপারকে বেঁধে ট্রাকটি নিয়ে নোয়াখালীর কবিরহাটের উদ্দেশ্যে রওনা দেয় তারা। ওই সময় টহলরত পুলিশ চালক ও হেলপারকে সন্দেহজনক অবস্থায় দেখতে পেয়ে জিজ্ঞাসাবাদ করলে তারা ট্রাক ডাকাতির ঘটনা জানান।

আরওপড়ুন<<>>দুদকের ভেতরেও দুর্নীতি আছে: আবদুল মোমেন

পরে মালিক পক্ষের সঙ্গে যোগাযোগ করে ট্রাকের অবস্থান ট্র্যাকিংয়ের মাধ্যমে শনাক্ত করা হয়। পরবর্তীতে পুলিশ সুন্দলপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড থেকে রডবোঝাই ট্রাকসহ ডাকাত দলের দুইজনকে আটক করে।

সুন্দলপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো.হানিফ বলেন, সুজন যুবদলের কোনো পদে নেই। আগে সে ছাত্রলীগ করত। ৫ আগস্টের পর নিজেকে যুবদলের কর্মী হিসেবে পরিচয় দেয়।  

কবিরহাট থানার ওসি (তদন্ত) মো.মঞ্জুরুল আহমদ বলেন, শনিবার রাতে সন্দেহভাজন একজনসহ মোট তিনজনকে ট্রাকসহ আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর একজনকে ছেড়ে দেয়া হয়েছে। রডসহ ট্রাক ডাকাতির ঘটনায় মামলা নেয়া হচ্ছে।

আপন দেশ/এমএইচ  

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়